ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় পুলিশের তাড়া খেয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

নেত্রকোনায় পুলিশের তাড়া খেয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১২ ফেব্রুয়ারি ॥ জেলার কলমাকান্দা উপজেলায় পুলিশের তাড়া খেয়ে দৌড়ে পালাতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম হাবিবুর রহমান (৪২)। তিনি রংছাতি ইউনিয়নের সন্যাসীপাড়া গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। কলমাকান্দা থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, রবিবার বিকেলে জুয়া খেলার খবর পেয়ে একদল পুলিশ রংছাতি ইউনিয়নের ব্যস্তপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ আব্দুল জলিল নামে এক জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। কিন্তু বাকিরা দৌড়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর স্থানীয়রা থানায় খবর দেন- পুলিশি অভিযানের সময় দৌড়ে পালাতে গিয়ে হাবিবুর রহমান নামে একজন মারা গেছেন। মহাদেও নদীর পাড়ে তার লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছ-Ñ হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের স্বজনরা দাবি করেন, রবিবার বিকেলে হাবিবুর রহমান আরও কয়েক জনের সঙ্গে ব্যস্তপুর গ্রামে বসে গল্প করছিলেন। হঠাৎ পুলিশ তাদের ধাওয়া করলে তিনি দৌড়ে পালাতে গিয়ে মহাদেও নদীর পাড়ে পড়ে যান। এতে তার মৃত্যু হয়। পুলিশ কি কারণে ধাওয়া করেছে- তা তাদের জানা নেই।
×