ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্নীতির অভিযোগ করেছে বিশ্বব্যাংক, তাদের বলুন ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

দুর্নীতির অভিযোগ করেছে বিশ্বব্যাংক, তাদের বলুন ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ দেশে কোন রাজনৈতিক অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হওয়ার আগেই নতুন সিইসি কে এম নূরুল হুদাকে পদত্যাগ করে সরে যাওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত নবগঠিত নির্বাচন কমিশন ও নিরপেক্ষ নির্বাচনের ভবিষ্যত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন। একটি ভাল নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, অনাচার অবিচার দীর্ঘদিন চলতে পারে না। তাই আপনাদের শুভবুদ্ধির উদায় হোক, অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন। আর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি বলেন, নির্বাচন কমিশনারের সুতা প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী যেভাবে সুতা টানবেন সিইসি সেইভাবেই নাচবেন। ফলে নূরুল হুদার মতো আজ্ঞাবহ ও সেবাদাস ব্যক্তির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নতুন নির্বাচন কমিশন এবং সরকারকে একই গোত্রের বলে মন্তব্য করে রিজভী বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের একটি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এ সরকারের কাছে গণতন্ত্রের কোন স্থান নেই। তারা নিজেরা জোর করে ক্ষমতায় থাকার জন্যই একের পর এক পদক্ষেপ নিচ্ছে এবং নাটক করছে। এই সরকারের নীতি হচ্ছে এক ব্যক্তির দানবীয় ইচ্ছাকে প্রাধান্য দেয়া। পদ্মা সেতু প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য সম্পর্কে রিজভী বলেন, এ নিয়ে অভিযোগ করেছে বিশ্বব্যাংক। সুতরাং বিষয়টি তাদেরকেই বলুন।সরকারকে দেশকে দুর্নীতির স্বর্গ রাজ্যে বানিয়েছে অভিযোগ করে তিনি বলেন, দুর্নীতি হচ্ছে সরকারের ইশতেহার ও আদর্শ। দুর্নীতিই তাদের ধ্যান ও জ্ঞান। আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ। নির্বাচন ব্যবস্থাকে দেশছাড়া করেছে সরকার- দুদু ॥ বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকাতে নির্বাচন ব্যবস্থাকে দেশছাড়া করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রবিবার দুপুরে নয়াপল্টন ভাসানী মিলনায়তনে কৃষক দলের ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও কুমিল্লা বিভাগের নেতাদের নিয়ে যৌথসভায় মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন চলবে, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলবে। আজ বিএনপির যৌথসভা ॥ আজ সোমবার বিএনপির যৌথসভা। দুপুর সাড়ে ১২টায় রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
×