ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে নারী শিশুসহ নিহত ১২

প্রকাশিত: ০৫:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে নারী শিশুসহ নিহত ১২

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ২০ জন নিহত হয়েছে। এর মধ্যে শুধু নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ যাত্রীর প্রাণহানি ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৩৩ জন। এছাড়া ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় স্বামী-স্ত্রী, টাঙ্গাইলে দুই মোটরসাইকেল আরোহী, চট্টগ্রামে লরির ধাক্কায় পল্লীচিকিৎসক, গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের নিচে পড়ে এক মোটরসাইকেল আরোহী এবং ব্রাহ্মণবাড়িয়ায় দু’জন নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। জানা গেছে, নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে অপর একটি হাইএক্স মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১১ যাত্রী এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজে আরও একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে তিন পথচারীসহ অরও ৩০ যাত্রী। ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি নামক স্থানে রবিবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী নারায়ণপুর ইউপি মেম্বার অলিউর রহমান জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব-১১-৬৫৬৮ গতিপথ অতিক্রম করে রাস্তার অপর পাশে দিয়ে বিপরীত দিক থেকে যাওয়া একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। মুখোমুখি সংঘর্ষে বাস ও মাইক্রোবাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা হলোÑ কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছাতিরচর গ্রামের হাসান মিয়া (৪০), তার স্ত্রী হালিমা বেগম (২৬) ,শ্যালিকা জুম্মা বেগম (১৬), পুত্র ইসান (৮), অপর পরিবারের মানিক মিয়া (৪৫), তার স্ত্রী মাফিয়া (৩৫), ছেলে অন্তর (১০), যাত্রী হিরা মিয়া (৩৫), আমেনা বেগম (৩২), জান্নাত (৩৫) ও নাজমুল (১০)। পরে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন শারমিন (১৬) মারা যায়। এরা সকলেই রাজধানীর কামরাঙ্গীরচর থেকে নিজ বাড়ি কিশোরগঞ্জের নিকলী যাচ্ছিল। এ ঘটনায় তিন পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে পথচারী মাজেদ (২০), আসিফ (১০), লিপি (৩৫), সিরাজুল ইসলাম (৫৫), কাউছার মিয়া (৩০) ও রাব্বিকে (২) ঢাকা মেডিক্যাল কলেজ ও পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যদের নরসিংদী ও ভৈরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় দুই ঘণ্টার চেষ্টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে ভৈরব হাইওয়ে থানায় নেয়া হয় এবং নিহতদের লাশ ভৈরব উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে মৃত্যু সনদ দেয়ার জন্য। নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক জানান, প্রত্যেক লাশ দাফনের জন্য পরিবারের নিকট প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে দেয়া হয়েছে। পরে রবিবার দুপুরে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো নিকলী উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ও ছাতিরচর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দীনের মাধ্যমে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করে। এ সময় নিহতের স্বজনরা জানায়, রবিবার ছাতিরচরে বার্ষিক ওয়াজ ও মেলায় যোগ দিতে তারা বাড়িতে যাচ্ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অরাফাত নামে এক ব্যক্তি জানান, তার দুলাভাই হাসান, বোন হালিমা, অপর বোন জুম্মা, ভাগিনা ইসান দাদির চেহলাম উপলক্ষে বাড়িতে যাচ্ছিল। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিড স্টোর বাজারের আল মদিনা মার্কেটের সামনে শনিবার রাতে বাসচাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। টাঙ্গাইল ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় এখানে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। রবিবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় লিংক রোড থেকে মহাসড়কে ওঠার সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। অপর দুর্ঘটনাটি ঘটে ঘাটাইল উপজেলার পেঁচার আটা নামক স্থানে। মীরসরাই, চট্টগ্রাম ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মস্তাননগর বাইপাস এলাকায় লরির চাপায় মোটরসাইকেল আরোহী পল্লীচিকিৎসক নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম উৎপল মজুমদার (৪২)। কালিয়াকৈর, গাজীপুর ॥ রবিবার এখানে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম আসিফ মাহমুদ স্বপন (২৮)। ব্রাহ্মণবাড়িয়া ॥ এখানে পৃথক ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে।
×