ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল

ড্র ও ট্রফি উন্মোচন আজ

প্রকাশিত: ০৪:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ড্র ও ট্রফি উন্মোচন আজ

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয়বারের মতো ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ’ ফুটবল আসর বসতে যাচ্ছে চট্টগ্রামে। আগামী ১৮ ফেব্রুয়ারি হতে ২ মার্চ চট্টগ্রামের এম. এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসর। টুর্নামেন্টে পাঁচটি বিদেশীসহ মোট আটটি ক্লাব অংশগ্রহণ করবে। এ উপলক্ষে আজ টুর্নামেন্টের অফিসিয়াল ড্র ও ট্রফি উন্মোচন করা হবে। রাজধানীর একটি হোটেলে ড্র ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের চেয়ারম্যান ও অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান এম এ লতিফ, এমপি। পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল, এমপি ‘ড্র ও ট্রফি উন্মোচন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ২০১৭’র অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল এমপি, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দীন এবং স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল সিঙ্গাপুর যাচ্ছে স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে ‘উইমেন্স ডেভেলপমেন্ট টুর্নামেন্ট সিঙ্গাপুর-২০১৭’। এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। টুর্নামেন্টে অংশ নিতে বুধবার দেশ ছাড়বে বাংলার মেয়েরা। এই সফরে বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ। এ উপলক্ষে রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান অপারেটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। সিঙ্গাপুরে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও সিঙ্গাপুর দল। বাংলাদেশ মোট দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে। অন্যান্য দেশের জাতীয় দল খেললেও বাংলাদেশ দলে জাতীয় দলের খেলোয়াড় থাকবেন মাত্র ৪ জন। বাকিরা অনুর্ধ-১৬ দলের। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা সবসময় ফুটবলের পাশে আছি। বিশেষ করে নারী ফুটবলের পাশে। আমরা ওয়ালটন পরিবার ভারতে অনুষ্ঠিত সাফ ফুটবলে নারী ফুটবল দলকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম। এরপর জাপান সফরে বাংলাদেশ অনুর্ধ-১৬ দলকেও পৃষ্ঠপোষকতা দিয়েছে ওয়ালটন গ্রুপ। তিনি বলেন, এবার সিঙ্গাপুর সফর করতে যাওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছি। আমাদের বিশ্বাস সিঙ্গাপুরে বাংলাদেশ দল ভাল খেলবে। প্রদর্শনী হকি ম্যাচ আজ স্পোর্টস রিপোর্টার ॥ ভ্যাটার্ন হকি বাংলাদেশ ও রয়েল বেঙ্গল ইউকে দল আজ এক প্রীতি হকি ম্যাচে মুখোমুখি হচ্ছে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। এ উপলক্ষে রবিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় হকি ফেডারেশনের সভাকক্ষে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভ্যাটার্ন হকি বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মেজর (অব.) ইমরোজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসানউলাহ ফায়সাল, সদস্য আশিকউল্লাহ কায়েস, জামিল পারভেজ লুলু, রফিকুল ইসলাম কামালসহ অনেকে। সংবাদ সম্মেলনে এ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ বলেন, সাবেক হকি খেলোয়াড়দের একটি মঞ্চে আনার চেষ্টা করছি আমরা। ভেটার্ন হকি প্লেয়ার্স এ্যাসোসিয়েশন পরবর্তীতে প্রবীণদের বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে। ম্যাচটির জন্য দেশের সাবেক জাতীয় হকি খেলোয়াড়দের অনেকেই গত কয়েকদিন নিয়মিত অনুশীলন করছেন। বর্র্ষীয়ান সাবেক তারকা আয়েশ ও বায়েজিদ আছেন এই তালিকায়। আরও আছেন কিসমত, জাহাঙ্গীর, দোলন, মামুন, ফয়সাল, গুড্ডু, লুলু, তপন কামাল, রানাসহ অন্যরা। লন্ডন থেকে আসা দলটি প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গড়া। তারা ইংল্যান্ডে বিভিন্ন পর্যায়ে হকি খেলেন। দলে প্রবীণ ও নবীন খেলোয়াড়ও রয়েছেন। ম্যানইউ, লিভারপুল, আর্সেনালের জয় স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে জয় পেয়েছে তিন পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও আর্সেনাল। মজার বিষয় হচ্ছে, তিনটি দলই জয় পেয়েছে একই ব্যবধানে। অর্থাৎ ২-০ গোলে। শনিবার রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল হাল সিটিকে, এ্যানফিল্ডে লিভারপুল টটেনহ্যাম হটস্পারকে ও ওল্ডট্র্যাফোর্ডে ম্যানইউ হারিয়েছে ওয়াটফোর্ডকে। হারলেও পয়েন্ট তালিকায় দুই নম্বর স্থান ধরে রেখেছে টটেনহ্যাম। ২৫ ম্যাচে স্পার্সদের পয়েন্ট ৫০। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে তিন নম্বরে আর্সেনাল। ৪৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ওয়াটফোর্ডকে হারানোয় চলতি মৌসুমে ইপিএলে ম্যানইউ টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকল। যা ২০১৩ সালের মার্চ মাসের পর সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। প্রায় একমাস পর শনিবারই ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলার সুযোগ পান এ্যান্টোনিও মার্শাল। সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন ফরাসী মিডফিল্ডার। সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপাশি নিজেও করেছেন একটি। ম্যাচ শেষে তাই ম্যানইউর কোচ জোশে মরিনহোর বাহবাও পেয়েছেন মার্শাল। মার্শালের সহায়তায় ম্যাচের ৩২ মিনিটে দারুণ গোল করে ম্যানইউকে এগিয়ে নেন জুয়ান মাতা। এই গোলেই এগিয়ে থেকেই বিরতিতে যায় লীগের ইতিহাসের সেরা সাফল্যের দলটি। বিরতির পর ৬০ মিনিটে রেড ডেভিলসদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্শাল। এরপর আর কোন দল গোল করতে না পারলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক ম্যানইউ। তবে পল পোগবা এবং জ¬াতান ইব্রাহিমোভিচের দুর্দান্ত দুটি আক্রমণ রুখে দেন ওয়াটফোর্ডের গোলরক্ষক হিউরেলহো গোমেজ। তা না হলে স্বাগতিকদের জয়ের ব্যবধানটা আরও বড় হতো। তবে এই জয়ের পরই ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম ক্লাব হিসেবে ২,০০০ পয়েন্ট জয় করল ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণ ছন্দে থাকা লিভারপুল আচমকাই যেন খেই হারিয়ে ফেলেছিল। একের পর এক হারে বিধ্বস্ত ছিল তারা। তবে আবারও স্বরূপে ফেরার ইঙ্গিত দিচ্ছে জার্গেন ক্লপের দল। বড় ম্যাচে টটেনহ্যামকে হারিয়ে সে প্রমাণই রেখেছে তারা। দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে দ্য রেডসদের জয় নিশ্চিত করেন সাডিও মানে। ফলে পাঁচ ম্যাচ পর জয় পেল লিভারপুল। ম্যাচের ১৬ মিনিটে জর্জিনিয়ো ভিনালডামের বাড়ান বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত আক্রমণে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন মানে। দুই মিনিট পর মানে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে নেয়ার পর সেনেগালের এই ফরোয়ার্ড বাড়ান এ্যাডাম লালানাকে। লালানা ও রবার্টো ফিরমিনোর প্রচেষ্টা গোলরক্ষক ফেরানোর পর ডি বক্সের মধ্যে বল পান মানে। জোরাল ভলিতে সহজেই লক্ষ্যভেদ করেন তিনি। টানা দুই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ের পথে ফিরেছে আর্সেনাল। আলেক্সিস সানচেজের জোড়া গোলে এই কৃতিত্ব দেখায় গানার্সরা। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচ অপরাজিত থাকার পর প্রিমিয়ার লীগে টানা দুই ম্যাচ হারে আর্সেনাল। ওয়াটফোর্ডের কাছে ২-১ গোলে হারের পর গত সপ্তাহে চেলসির মাঠে ৩-১ গোলে হেরেছিল আর্সেন ওয়েঙ্গারের দল। বিধ্বস্ত অবস্থার মধ্যে থাকা আর্সেনাল এ ম্যাচেও শুরুতে পরীক্ষায় পড়ে। প্রথম ১৫ মিনিটে দারুণ দুটি আক্রমণ করে সফল হয়নি হাল সিটি। শুরুতে ফাঁকায় বল পেয়েও ব্যর্থ হন ফরোয়ার্ড নিয়াসে। এরপর ১৩ মিনিটে সেনেগালের এই ফরোয়ার্ডের হেড রুখে দেন গোলরক্ষক পিটার চেক। খেলার ধারার বিপরীতে রেফারির ভুল ও কিছুটা ভাগ্যের সহায়তা নিয়ে ৩৪ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। কিয়েরন গিবসের শট গোলরক্ষক ঝাঁপিয়ে ফিরিয়ে দিলেও বল তার গায়ে লেগে ওপরে উঠে যায়। আর ছুটে যাওয়া সানচেজের হাতে লেগে বল জালে প্রবেশ করে। যোগ করা সময়ে (৯৩ মিনিট) পেনাল্টি থেকে গোল করে আর্সেনালের জয় নিশ্চিত করেন প্রথম গোলদাতা সানচেজ।
×