ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড টি২০-ওয়ানডে দল ঘোষণা, টি২০ থেকে বাদ পড়লেন রস টেইলর

ফিরলেন গাপটিল ও রনকি

প্রকাশিত: ০৪:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ফিরলেন গাপটিল ও রনকি

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ইনজুরি কাটিয়ে রঙিন পোশাকে ফিরেছেন দুই তারকা মার্টিন গাপটিল ও লুক রনকি। তবে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। টি২০তে ফিরেছেন পেসার টিম সাউদি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েন ম্যাট হেনরি, নেইল ব্রুম, জর্জ ওয়ার্কার ও টম বান্ডেল। টি২০তে থাকলেও ওয়ানডেতে জায়াগা হয়নি কলিন মুনরোর। একমাত্র প্রস্তুতি ম্যাচের জন্যেও নিউজিল্যান্ড একাদশ নামে আলাদা দল নির্বাচন করা হয়েছে। অকল্যান্ডের ইডেন পার্কে মঙ্গলবার হবে এই ম্যাচ। একই ভেন্যুতে একমাত্র টি২০ শুক্রবার। এরপর পাঁচ ওয়ানডে ও তিন টেস্টের সিরিজ। ঘরের মাটিতে কিউইরা বরাবরাই দুর্ধর্ষ। অন্যদিকে সম্প্রতি লঙ্কানদের বিধ্বস্ত করে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করা দক্ষিণ আফ্রিকাও দারুণ ছন্দে। সুতরাং কিউই-প্রোটিয়া পূর্ণাঙ্গ সিরিজে দ্বৈরথটা জমবে বেশ। টি২০তে মিডল অর্ডারে রস টেইলরের পরিবর্তে কোরি এন্ডারসন ও টম ব্রুসের ওপরেই আস্থা রেখেছেন কিউই নির্বাচকরা। যদিও সাবেক অধিনায়ক নিউজিল্যান্ডের হয়ে টি২০ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক। কিন্তু গত ১১ মাস যাবত তিনি ধুন্ধুমার ছোট্ট ফরমেটের বাইরে রয়েছেন। এছাড়া ভারতীয় বংশোদ্ভূত লেগ স্পিনার ইশ্ সোধী ওয়ানডে স্কোয়াডে জায়গা ফিরে পেয়েছেন। ঘূর্ণিবলে তার সঙ্গে আরও আছেন মিচেল সান্টনার। ছয় নম্বরে নিজের অবস্থান ফিরে পাওয়ায় জিমি নিশামকে জায়গা ছেড়ে দিতে হয়েছে বিগ হিটিং-অলরাউন্ডার কলিন মুনরোকে। এ প্রসঙ্গে নির্বাচক গেভিন লারসেনের যুক্তি, ‘মিডল অর্ডারে কলিন তার ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না। সে কারণেই আমরা মনে করছি এই পজিশনে জিমিকে আরেকটি সুযোগ দেয়া উচিত।’ এদিকে ইনজুরির কারণে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে বিশ্রামে থাকার পর টি২০-ওয়ানডডে দুই স্কোয়াডেই ফিরেছেন উইকেটরক্ষক লুক রনকি। হ্যামিল্টনে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে রবিবার। সবশেষে ডুনেডিনে ৮ মার্চ শুরু তিন টেস্টের সিরিজ। তিন ভার্সনেই অধিনায়ক যথারীতি কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড টি২০ দল ॥ কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, লুক ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কলিন মুনরো, জিমি নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টসার, ইশ্ সোধী, টিম সাউদি, বেন হুইলার নিউজিল্যান্ড ওয়ানডে দল ॥ কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, লুক ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, জিমি নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ্ সোধী, রস টেইল।
×