ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইরফানকে নিয়েই বেশি আলোচনা

প্রকাশিত: ০৪:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ইরফানকে নিয়েই বেশি আলোচনা

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান সুপার লীগে (পিএসএল) দুর্নীতির অভিযোগে ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ ইরফান, শারজিল খান ও খালিদ লতিফ। আরও কয়েকজন জড়িত বলে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে হালের লম্বা (৭ ফুট ১ ইঞ্চি) ইরফানকে নিয়েই আলোচনাটা বেশি হচ্ছে। কারণ এই তিনজনের মধ্যে তিনি বয়সে বড় এবং দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। চারিত্রিক বৈশিষ্ট্যের বিচারে ইরফানের সঙ্গে এমন নেতিবাচক ধারণাও খুব একটা যায় না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খান ও পিএসএল পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজম শেঠী স্পষ্ট করে বলেছেন, তদন্ত চলছে, দোষী প্রমাণিত হলে কাউকেই ছাড় দেয়া হবে না। ‘বিষয়টা আমাদের অনেকদিন ধরে পীড়া দিচ্ছে। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, ইরফানের মতো কেউ এমন অপরাধে জড়াতে পারে। পাকিস্তান ক্রিকেটের স্বার্থে যে কোন সিদ্ধান্ত নেয়া হবে। সেটা যে লেবেলের দুর্নীতিই হোক। পিসিবি’র দুর্নীতি দমন বিভাগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। আশা করছি শীঘ্রই সব পরিষ্কার হবে।’ বলেন পিএসএল বস ও সাবেক বোর্ড প্রধান শেঠী। ৩৪ বছর বয়সী ইরফান পাকিস্তানের হয়ে ৪ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২০টি টি২০ খেলেছেন। বাঁহাতি পেস বোলিংয়ে নিয়েছেন ১, ৮৩ ও ১৫ উইকেট। অস্ট্রেলিয়া সফরের দলেও ছিলেন। যদিও মায়ের মৃত্যুর জন্য দেশে ফেরায় মাঠে নামা হয়নি। আমিরাতে চলতি পিএসএলের দ্বিতীয় আসরে পেশোয়ার জালমির বিপক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের খেলায় ফিক্সিংয়ের অভিযোগ ওঠে।
×