ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যতিক্রম ইউসুফ পাঠান

প্রকাশিত: ০৪:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ব্যতিক্রম ইউসুফ পাঠান

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের সবদেশের ক্রিকেটারই আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) খেলতে অধীর হয়ে থাকেন। ভারতীয়রা সেখানে ব্যতিক্রম। ইংলিশ ফ্রেন্ডসলাইভ টি২০, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, বাংলাদেশের বিপিএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল), পাকিস্তান সুপার লীগসহ (পিএসএল) বিশ্বজুড়ে কত সব ধুন্ধুমার আয়োজন। কিন্তু ইন্ডিয়ানদের নিজ দেশের আইপিএল ছাড়া কখনই অন্য কোন ফ্র্যাঞ্চাইজি টি২০ টুর্নামেন্টে দেখা যায় না। ইউসুফ পাঠান সেখানে ব্যতিক্রম নজির স্থাপন করতে যাচ্ছেন। প্রথম ভারতীয় হিসেবে বিদেশী কোন টি২০ টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন জাতীয় দলের বাইরে থাকা এই তারকা অলরাউন্ডার। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া হংকং টি২০ লীগে কওলুন ক্যান্টন্সের হয়ে খেলবেন ৩৪ বছর বয়সী ভারতীয় তারকা। তার দলে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও ড্যারেন সামিসহ বিশ্বের আরও অনেক বড় তারকাকে ভিড়িয়ে টুর্নামেন্টটি এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে। হংকং সিটিতে আগামী ৮ মার্চ থেকে শুরু হবে ওই টুর্নামেন্ট। ইউসুফ মনে করছেন আসন্ন আইপিএলের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্ট বেশ কাজে দেবে। হংকং লীগে খেলার অনুমতি দেয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে পিটিআইকে দেয়া সাক্ষাতকারে ইউসুফ বলেন, ‘আমাকে হংকংয়ে খেলার অনুমতি দেয়ার জন্য প্রথমে বিসিসিআইকে ধন্যবাদ জানাই। আমি ওই লীগে খেলার জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এটা আইপিএলের জন্য ভাল একটা প্রস্তুতি হবে।
×