ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্রিকেট লীগ ॥ ৬ উইকেট শিকারের পর শুভাগতর সেঞ্চুরি

প্রকাশিত: ০৪:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ ক্রিকেট লীগ ॥ ৬ উইকেট শিকারের পর শুভাগতর সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে ব্যাটে-বলে জ্বলে উঠেছেন শুভাগত হোম চৌধুরী। প্রথমদিন ৬ উইকেট শিকার করেছিলেন ওয়ালটন মধ্যাঞ্চলের এ ক্রিকেটার। আর দ্বিতীয়দিন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে আট নম্বরে নেমে হাঁকালেন সেঞ্চুরি। সে কারণে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৯৯ রানে মধ্যাঞ্চলের প্রথম ইনিংস গুটিয়ে গেলেও লিড নিয়েছে ৩৯ রানে। অপর ম্যাচে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪৯০ রানের বিশাল সংগ্রহে শেষ করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংস। আফিফ হোসেন ধ্রুবের পর শতক হাঁকিয়েছেন ইয়াসির আলী। দ্বিতীয়দিন শেষে বিসিবি উত্তরাঞ্চল বিনা উইকেটে ২৮ রান তুলে পিছিয়ে আছে ৪৬২ রানে। আগেরদিনই বোঝা গিয়েছিল বড় সংগ্রহ গড়তে যাচ্ছে পূর্বাঞ্চল। মাত্র ৩ উইকেটে ২৯৩ রান তুলেছিল তারা প্রথমদিন। রবিবার ম্যাচের দ্বিতীয়দিনেও তারা দারুণ ব্যাটিং অব্যাহত রাখে। চতুর্থ উইকেট অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৫ রানের জুটি শেষ হয়েছে দ্বিতীয়দিন আর মাত্র ২৮ রান যোগ করেই। ৬৪ রান করে ফিরে গেছেন জাকির হাসান। তবে ইয়াসির দারুণ ব্যাট করতে থাকেন। অবশ্য দ্রুতই ফিরে গেছেন অলক কাপালি (০) ও ইরফান শুক্কুর (৫)। কিন্তু সপ্তম উইকেটে ইয়াসির ও আবুল হাসান ৭৭ রানের জুটি গড়ে বড় সংগ্রহ পাইয়ে দেন দলকে। আবুল ৯৬ বলে ৭ চারে ৪৬ রান করে ফিরে যান। কিন্তু ইয়াসির সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন ২৫০ বলে ৮ চারে ১১০ রান করে। ৪৯০ রানে শেষ হয় পূর্বাঞ্চলের ইনিংস। ৩টি করে উইকেট নেন ইয়াসিন আরাফাত ও সানজামুল ইসলাম। জবাবে দিনশেষে বিনা উইকেটে ২৮ রান তুলেছে উত্তরাঞ্চল। নাজমুল হোসেন শান্ত ও জুনায়েদ সিদ্দিকী ব্যাট করছেন। ফতুল্লায় প্রথমদিনই ২৬০ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণাঞ্চল। এর পেছনে মূলত দায়ী ছিল শুভাগত হোমের ভয়ানক স্পিন। ৯১ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। দিনশেষে ৪ রান তুলেছিল মধ্যাঞ্চল। কিন্তু দ্বিতীয়দিন তেমন সুবিধা করতে পারেনি তারা। শুরুতেই ফিরে যান সাদমান ইসলাম (১০)। তবে দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল মধ্যাঞ্চল। কিন্তু বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও পেসার রুবেল হোসেন দক্ষিণাঞ্চলকে টানা কয়েকটি সাফল্য এনে দিলে দ্রুতই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে মধ্যাঞ্চল। ১৩২ রানে ৬ উইকেট হারায় তারা। কিন্তু দুর্দান্ত ব্যাট করেন শুভাগত। ৮ নম্বরে নেমে হাঁকান দারুণ এক সেঞ্চুরি। সপ্তম উইকেটে ১০৯ রানের জুটি গড়েন তিনি তাইবুর রহমানের সঙ্গে। শুভাগত ১২৫ বলে ১১ চার ও ১ ছয়ে ১০০ রান করে সাজঘরে ফেরেন। তবে ২৯৯ রান তুলে প্রথম ইনিংস শেষ করে ৩৯ রানের লিড পেয়ে যায় মধ্যাঞ্চল। মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করলেও মাত্র ১ উইকেট, রুবেল দুটি ও রাজ্জাক ৪টি উইকেট নেন। স্কোর ॥ পূর্র্বাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ ॥ ফতুল্লা পূর্বাঞ্চল প্রথম ইনিংস- আগেরদিন ২৯৩/৩; ৯০ ওভার (আফিফ ১০৫, ইমতিয়াজ ৮১, জাকির ৪৮*, তাসামুল ৩৪; ইয়াসিন ২/৩৪; নাসির ১/৩০) ও দ্বিতীয় দিন- ৪৯০/১০; ১৬৯.৫ ওভার (জাকির ৬৪, ইয়াসির ১১০, আবুল ৪৬; ইয়াসিন ৩/৬১, সানজামুল ৩/১৩১, আরিফুল ২/৬৪)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস- ২৮/০; ৮ ওভার (শান্ত ১৩*, জুনায়েদ ১৫*)। দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ ॥ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস- ২৬০/১০; ৮৩.৫ (তুষার ৮১, মিঠুন ৪২, সোহাগ ৪৩; শুভাগত ৬/৯১) মধ্যাঞ্চল প্রথম ইনিংস- আগেরদিন ৪/০; ৪ ওভার (সাদমান ৩*, মজিদ ০*) ও দ্বিতীয়দিন শেষে- ২৯৯/১০; ৯১ ওভার (শুভাগত ১০০, সাইফ ৪৯, তাইবুর ৪৪, মজিদ ৩৮; রাজ্জাক ৪/১১৮, রুবেল ২/৫৭)। ক্স দ্বিতীয়দিন শেষে
×