ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লা লিগায় সুপারস্টারদের সুখের রাত

প্রকাশিত: ০৪:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

লা লিগায় সুপারস্টারদের সুখের রাত

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় শনিবার সুপারস্টাররা সুখের রাত কাটিয়েছে। নিজ নিজ ম্যাচ যেমন জিতেছে বার্সিলোনা, রিয়াল মাদ্রিদ তেমনি দলটির তারকারাও আলো ছড়িয়েছেন। সাম্প্রতিক সময়ে চমক দেখান আলাভেসকে তাদেরই মাঠে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সা। কাতালানদের হয়ে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। একটি করে গোল করেন নেইমার, লিওনেল, ইভান রাকিটিচ। অপর গোলটি আসে আত্মঘাতীর সৌজন্যে। রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক ওসাসুনাকে। গ্যালাক্টিকোদের হয়ে গোল করেন সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ইস্কো ও লুকাস ভারকুয়েজ। নিজেদের ম্যাচ জিতে ঘণ্টা তিনেকের মতো পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল বার্সা। কিন্তু রিয়াল পরে জেতায় আবারও দুইয়ে নেমে যেতে হয়েছে কাতালানদের। বার্সার চেয়ে দুই ম্যাচ কম খেলেও শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। ২০ ম্যাচে তাদের ভা-ারে জমা ৪৯ পয়েন্ট। ২২ ম্যাচে বার্সার পয়েন্ট ৪৮। একে তো ম্যাচটা প্রতিশোধের, কারণ এ মৌসুমের শুরুতেই ন্যুক্যাম্পে এই আলাভেসের কাছেই হেরেছিল বার্সিলোনা। অন্যদিকে কোপা ডেল রে’র ফাইনালের মহড়াটাও সেরে নেয়ার তাগিদ ছিল মেসিদের। বার্সার কোপা ডেল রে শিরোপার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে এই আলাভেস। দুটি ক্ষেত্রেই সফল হয়েছে কাতালানরা। হাফডজন গোলে আলাভেসকে বিধ্বস্ত করে প্রতিশোধ নেয়ার পাশাপাশি কোপা ডেল রে’র মহড়াও নেয়া হয়েছে লুইস এনরিকের দলের। প্রতিশোধের ম্যাচে একসঙ্গে জ্বলে ওঠেন মেসি-সুয়ারেজ-নেইমার ‘এমএসএন’ ত্রয়ী। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই দারুণ মেজাজে ছিলেন মেসি-নেইমার-সুয়ারেজরা। চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সা। নেইমারের বাড়ানো বলটা কোনমতে ঠেকিয়ে দেন আলাভেস গোলরক্ষক। এরপর ১৫ মিনিটে ভিদালের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তবে ৩৭ মিনিটে আর রক্ষা পায়নি আলাভেস। গোলমুখের দরজাটা খোলেন সুয়ারেজ। ভিদালের ক্রস থেকে পাওয়া বলে গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার। গোলবন্যার দিনে গোলখরা কাটান নেইমারও। ৪০ মিনিটে বার্সার হয়ে দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সিলোনা। বিরতি থেকে ফিরে তৃতীয় গোল করেন মেসি। ৬৩ মিনিটে ব্যবধানটা ৪-০ করেন আলেক্সিস। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন আলাভেসের এই ফুটবলার। দুই মিনিট পর রাকিটিচ দলের পঞ্চম ও ৬৭ মিনিটে সুয়ারেজ করেন ষষ্ঠ গোল। মাত্র আট মিনিটের মধ্যে চার গোল করে আলাভেসকে রীতিমতো উড়িয়ে দেয় এনরিকের দল। ম্যাচ শেষে বার্সা কোচ দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন। গত দুই মৌসুম লিগার শিরোপা জেতা হয়নি রিয়ারের। মাঠে থেকেই মেসিদের হাতে শিরোপা উঠতে দেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এবার লীগ শিরোপা পুনরুদ্ধার করতে সঠিক ছন্দেই আছে গ্যালাক্টিকোরা। এবার ওসাসুনাকে সহজেই হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ৩-১ গোলের জয়ের রাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ধরে রেখেছে দলটি। ওসাসুনার মাঠে ২৪ মিনিটে রোনাল্ডোর গোলে এগিয়ে যায় রিয়াল। তবে সার্জিও লেওনের গোলে ৩৩ মিনিটে সমতায় ফেরে ওসাসুনা। দ্বিতীয়ার্ধে ইস্কো ও লুকাস ভারকুয়েজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল। ম্যাচে জিতলেও জিদানের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ অপেক্ষাকৃত দুর্বল ওসাসুনাই প্রথমার্ধে রিয়ালের গোলে শট নেয় ৭টি, যেখানে রিয়াল শট নেয় ৬টি। দ্বিতীয়ার্ধেও ওসাসুনা শুরু করেছিল ভালই, পরীক্ষায় ফেলেছিল রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসকে। ম্যাচের ৫৭ মিনিটে ডানিলো চোট পেয়ে মাঠ ছাড়লে ছক পাল্টান জিদান। ম্যাচ শেষে এ প্রসঙ্গে রিয়াল কোচ বলেন, ডানিলোর চোটের কারণে আমাদের ছক বদলাতে হয়েছে। তাতে অবশ্য ম্যাচে আমরা ভারসাম্য ফিরে পেয়েছি। আমরা বেশ ভুগেছি। দেখেছি যে দুটি দলের মধ্যে পয়েন্টের ব্যবধান কত, মাঠে নামার পর সেটির কোন মানেই থাকে না। ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও কঠিন ছিল। জিদান বলেন, শুধু এক গোলে এগিয়ে থেকে যখন শেষ ১০ মিনিটে খেলি, ব্যাপারটা অস্বস্তিকর। মাঝে মাঝে খেলাটা শেষ করে দেয়ার জন্য যে মনোযোগ দরকার, সেটি আমাদের থাকে না।
×