ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

টুকরো খবর

মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শনীর উদ্বোধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ স্বাধীনতাযুদ্ধে ‘চট্টগ্রামে আট মাসের গর্ভবতী কমলা রানী ও তার পরিবারের ৪৩ সদস্যকে পাক সেনা ও তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদররা ব্রাশফায়ার করে হত্যা করেছিল। যখন কমলা রানীর লাশ পাওয়া যায় তখন তার গর্ভে থাকা আট মাসের শিশুটি ঝুলে বেরিয়েছিল’। তাই আমি রাজাকারের ফাঁসি চাই। হবিগঞ্জের শিশু সামসুন্নাহার যখন আদালতে সাক্ষ্য দেয় তখন সে বলে আমার নাম সামসুন্নাহার বাবার নাম অজ্ঞাতÑ তাই আমি ’৭১ এর মানবতাবিরোধীদের ফাঁসি চাই। ‘জয়পুরহাটের কড়াই কাদি গ্রামের কানচিরা মোহন্তকে (৯৩) যখন নিজ বাসায় টেনেহেঁচড়ে জবাই করে হত্যা করে ওই স্বাধীনতাবিরোধীরা তখন আমি ওই খুনী জল্লাদের ফাঁসি চাই। রবিবার সকাল ১১টায় নীলফামারীর জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শনী অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এভাবেই শিক্ষার্থীদের কাছে এ কথাগুলো তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রোগ্রাম অফিসার রঞ্জন কুমার সিং, ভ্রাম্যমাণ জাদুঘর সহকারী নুরন্নবী, ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির, প্রধান শিক্ষক আল হাসান জায়েদ নওরোজী প্রমুখ। ৫০ টাকার জন্য বাড়িতে হামলা ॥ আহত ৭ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১২ ফেব্রুয়ারি ॥ পাওনা মাত্র ৫০ টাকাকে কেন্দ্র করে বাগ্বিত-া ও হাতাহাতির এক পর্যায়ে শিবচরে এক সংখ্যালঘুর বাড়িতে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ নারীসহ ৭ জন আহত হয়েছে। এ ঘটনা ঘটেছে শনিবার রাত ১০টার দিকে শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের নমোকান্দী গ্রামে। জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের নমোকান্দী গ্রামের রাস্তার পাশে একটি চায়ের দোকানের সামনে স্থানীয় গৌরাঙ্গ বিশ^াসের কাছে দুধ বিক্রির ৫০ টাকা পাওনা নিয়ে একই এলাকার ছালাম বেপারীর সঙ্গে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে দু’জনের মধ্যে বাগ্বিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে গ্রামের মুরব্বিরা বিষয়টি মিটিয়ে দেয়। কিন্তু ক্ষিপ্ত হয়ে রাত ১০টার দিকে ছালাম বেপারীর নেতৃত্বে ১০-১২ জনের এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গৌরাঙ্গ বিশ^াসের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের বেশকিছু জিনিসপত্র ভাংচুর শুরু করে। এতে বাধা দিতে গেলে গৌরাঙ্গ বিশ^াস, অরুণা বিশ^াস, নীল কমল বিশ^াস, মহাদেব বিশ^াস, সুরুচী বিশ^াস, শেফালী বিশ^াস ও মিলন ম-ল গুরুতর আহত হয়। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফাঁসির দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে আলোচিত অলিউল্লাহ হত্যাকা-ের ঘটনায় খুনী স্ত্রীর ফাঁসি ও হত্যাকা-ে জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার বেলা এগারোটার দিকে সহস্রাধিক নারী-পুরুষ এ কর্মসূচীতে অংশ নেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ করে প্রায় আধঘণ্টা অবরোধ করে রাখে। সোমবার রাতে স্ত্রী মাজেদা বেগম (৩২) তার স্বামী অলিউল্লাহকে বিদেশ যাওয়ার আগের রাতে শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন সকালে মাজেদা বেগম ঘরে স্বামীর লাশ রেখে শ্রীনগর থানায় এসে আত্মসমর্পণ করে। মাজেদার দেয়া তথ্য অনুসারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান ওইদিন দুপুর বারোটার দিকে উপজেলার পুটিমারা গ্রামের অলিউল্লাহর বসতঘরের বারান্দা থেকে লাশটি উদ্ধার করে। কালীগঞ্জে শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জের এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে রবিবার উপজেলা শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার শিকার কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ জানান, কালীগঞ্জে ব্রাক্ষ্মণগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ-আল মামুনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেয়ে রবিবার কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ ওই বিদ্যালয় পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান নির্দিষ্ট সময়ের অনেক আগেই বিদ্যালয় ছুটি হয়ে গেছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল্লাহ-আল মামুনকে জিজ্ঞাসা করলে তিনি শিক্ষা অফিসারের উপর চড়াও হন এবং লাঞ্ছিত করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল্লাহ-আল মামুন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। শ্রমিক নিহত মামলায় আটক দুই স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কোম্পানীগঞ্জ উপজেলার শারপিনে টিলা ধসে এক শ্রমিকের প্রাণহানি এবং আরও দুজন আহত হওয়ার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় চারজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে, টিলা ধসের পর উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহকে বদলি করা হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জ থানার এসআই আরিফ উল্যাহ বাদী হয়ে শনিবার রাতে এ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মামলার আসামি জমির মালিক মনোয়ারা বেগমকে রবিবার গ্রেফতার করা হয়েছে। এর আগে ঘটনার দিন আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়। জোড়া খুন মামলায় ৬ আসামি শ্রীঘরে স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে হ্নীলা রঙ্গীখালীতে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার ছয় আসামি তিন বছর পালিয়ে থেকে জামিন নিতে গেলে আদালতের হাকিম তাদের কারাগারে প্রেরণ করেছেন। রবিবার দুপুরে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আদালতে আসামিরা জামিনের আবেদন জানায়। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ওসব আসামি হচ্ছে- হেলাল উদ্দিন, ফায়সাল, আসকর আলী, শাকের, হোসেন বদাইয়া ও দেলোয়ার হোসেন। জামাই হত্যা মামলা ॥ শাশুড়ি ও স্ত্রী গ্রেফতার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ওসমানীনগর উপজেলায় শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যুর ঘটনায় স্ত্রী রাশিদা বেগম, শ্বশুর নেছাওর আলী ও শাশুড়ি ছায়া বেগমসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। স্বামী সাইফুল ইসলামকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে ওসমানীনগর থানায় শনিবার রাতে নিহত সাইফুলের বড় ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, শনিবার দুপুর ১টার দিকে উপজেলার উমরপুর ইউপির আব্দুল্লাহপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত মজিদ উল্লার ছেলে সাইফুলের লাশ সাদীপুর ইউপির রহমতপুর চর গ্রামের শ্বশুর নেছাওর আলীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। কেশবপুরে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১২ ফেব্রুয়ারি ॥ রবিবার ভোরে অগ্নিকা-ে কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয় মোড়ের দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। এলাকাবাসী জানায়, বালিয়াডাঙ্গা দেবালয় মোড়ের মুদি ব্যবসায়ী বিপ্লব দাস ও রবিন দাস প্রতিদিনের ন্যায় তাদের দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রবিবার ভোরে এলাকার আব্দুল গফুর মোড়ল নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার সময় ওই দোকান ও গুদামঘরের মধ্য থেকে ধোঁয়ার কু-ুলি বের হতে দেখে। ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে শার্শায় বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ছাত্রলীগ নেতাকর্মীরা বিপ্লব হত্যার ঘটনায় তার পিতা নজরুল ইসলাম ১৪ জনকে আসামি করে শার্শা থানায় মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় ইউপি পরিষদের মেম্বার হাসান। অন্যদিকে হত্যার প্রতিবাদে রবিবার শার্শা উপজেলার নাভারন বাজারে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ছাত্রলীগ। এরা বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন সমর্থক হিসেবে পরিচিত। ৩ হাজার ইয়াবা উদ্ধারস্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলা বাজার এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার করা হয়েছে এ সঙ্গে সংশ্লিষ্ট একজনকে। শনিবার রাত ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। সিএমপি সূত্রে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে রাতে বাংলাবাজার এলাকার গুলশান টাওয়ারের সামনে থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে মোঃ আবদুল করিম নামের এক ইয়াবা ব্যবসায়ীকে। অস্ত্রসহ আটক ৩ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কলারোয়া থেকে একটি ওয়ান শূটারগানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার যুগিবাড়িয়া এলাকার একটি মৎস্য ঘের থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেনÑ কলারোয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের কবিরুল ইসলাম, সুমন ও আশরাফুল ইসলাম বাবু। ডাকাত সরদার কালা মানিক আটক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জের এক জঙ্গল থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার মনির হোসেন উরফে গোলজার উরফে কালা মানিককে গ্রেফতার করেছে পুলিশ। সে কালীগঞ্জ উপজেলার উপজেলা বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের অলী উল্লাহর ছেলে।
×