ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৪:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ দুই হাজার অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে টঙ্গিবাড়ী উপজেলার পাচগাঁও ইউনিয়নের দশত্তর গ্রামের রাজু শেখের বাড়িতে এই কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আবু তাহের রাঢ়ীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভূতু, সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, টঙ্গিবাড়ী সোনারাং ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, কামার খাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, কম্বল বিতরণ আয়োজক বিশিষ্ট সমাজসেবক শেখ রাজু প্রমুখ। বগুড়ায় এসএসসি পরীক্ষা হলে কড়াকড়ি ॥ কেন্দ্রে হামলা ভাংচুর স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ পরীক্ষা হলে কড়াকড়ি আরোপের জের ধরে রবিবার দুপুরে বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিক্ষুব্ধ এসএসসি পরীক্ষার্থীরা হামলা করেছে। অভিযোগ করা হয়েছে, বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জিলা স্কুলের পরীক্ষার্থীদের হলে কড়াকড়ি করায় এই হামলা ও ভাংচুর হয়। এ ঘটনায় দুই সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষার্থীদের মধ্যে মনস্তাত্ত্বিক উত্তেজনা বিরাজ করছে। ঘটনার জন্য দুই স্কুলের পক্ষ থেকে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সূত্র জানায়, বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে জিলা স্কুলের পরীক্ষার্থী রয়েছে ২৬৬ জন। পরীক্ষা হলে কড়াকড়ি আরোপ নিয়ে কয়েক দিনে ধরেই জিলা স্কুলের শিক্ষার্থীরা বালিকা উচ্চ বিদ্যালয়ের কক্ষ পরিদর্শকদের ওপর ক্ষুব্ধ ছিল। এ নিয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েক কক্ষ পরদির্শক পরীক্ষা গ্রহণের সুষ্ঠু পরিবেশ নেই বলে প্রধান শিক্ষিকার কাছে মন্তব্য করেন। বগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন জানান, রবিবার গণিত পরীক্ষার সময় জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী হলে কড়াকড়ি না করার জন্য অনুরোধ করেন। তবে পরীক্ষা হলে তার শিক্ষকরা নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করেন। এতে জিলা স্কুলের পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। পরীক্ষা শেষে হল থেকে বেরিয়ে যাওয়ার পর স্কুল থেকে কয়েক শ’ শিক্ষার্থী পুনরায় পরীক্ষা কেন্দ্রে এসে বিক্ষোভ ও গালিসহ হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীও সেখানে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা সেখানে কয়েকটি চেয়ার ও কক্ষের জানালা ভাংচুর করে। স্বর্ণ পেঁচা উদ্ধার নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১২ ফেব্রুয়ারি ॥ ঝিনাইগাতীতে বিরল প্রজাতির একটি পেঁচা উদ্ধার হয়েছে। রবিবার সকালে থানার পুরাতন ভবনের সামনে থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান পেঁচাটি উদ্ধার করেন। দুপুরে পেঁচাটি জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কার্যালয়ে হস্তান্তর করা হয়। জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট নিশাত হাসান রনি জানান, পেঁচাটি বিরল প্রজাতির স্বর্ণ পেঁচা। পেঁচাটি বর্তমানে অসুস্থ। সুস্থ হবার পর বিভাগীয় বন কর্মকর্তার অনুমতি নিয়ে পেঁচাটি উপযোগী বনে অবমুক্ত করা হবে।
×