ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

প্রকাশিত: ০৪:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

চবিতে ছাত্রলীগের  দুই গ্রুপে সংঘর্ষ,  আহত ৫

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রলীগের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল অভ্যন্তরে সংঘর্ষের এ ঘটনা। এর আগে রাত সাড়ে ৮টার দিকে শাহজালাল হলের সামনে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাটি উভয় পক্ষের সিনিয়র নেতারা মীমাংসা করে দেয়। কিন্তু মধ্যরাতে পুনরায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে এক শিক্ষার্থীকে প্রহার করা হয়। ক্যাম্পাস সূত্র জানায়, চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী দুটি পক্ষের মধ্যে সংঘটিত সংঘর্ষে আহতরা হলেন ফিন্যান্স বিভাগের রিয়েল আহমেদ নাঈম, অর্থনীতি বিভাগের আবদুল খালেক রনি, রাজনীতি বিজ্ঞান বিভাগের শামীম, নৃবিজ্ঞান বিভাগের আল আমিন ও বাংলা বিভাগের কাউসার মিয়া। পুলিশ জানায়, কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগের একটি গ্রুপের দুই উপ গ্রুপের কর্মীরা এ সংঘর্ষে লিপ্ত হয়। ক্যাম্পাস সূত্র জানায়, বিবাদমান দুটি পক্ষের মধ্যে একটি অংশ সরাসরি সভাপতির নিয়ন্ত্রণাধীন। অপর পক্ষ সভাপতির অনুসারী হলেও মূলত ওই অংশ নিয়ন্ত্রণ করেন সংগঠনের সহ-সভাপতি রাশেদ হোছাইন ও রেজাউল করিম। এ দুটি পক্ষই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী বলে পরিচিত। চট্টগ্রামে বইমেলা কাল স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে একুশে মেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার ডিসি হিলে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বইমেলা। এতে অংশ নিচ্ছে ৩০টি স্টল। মেলা উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা পরিষদের মহাসচিব সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ মেলা পরিষদের চেয়ারম্যান দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, মেলা পরিষদের উপদেষ্টা চসিকের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, শ্রমিক নেতা সফর আলী, সংস্কৃতি সংগঠক মো. সেলিম, নারীনেত্রী ববিতা বড়ুয়া প্রমুখ। চট্টগ্রামের ডিসি হিলে ১০ দিনব্যাপী এই বইমেলায় প্রতিদিনই থাকছে লেখক, পাঠক সমাবেশ, বিষয়ভিত্তিক আলোচনা, সাহিত্য-সংস্কৃতি কর্মীদের আড্ডা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সেমিনারসহ নানা আয়োজন। ঝিনাইদহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১২ ফেব্রুয়ারি ॥ কালীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই নুর ইসলামকে (৪৫) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে বড় ভাই ও ভাতিজারা। শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার রাড়িপাড়া গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম রাড়িপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দীন মোল্লার ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে মাহবুব আলম আকাশ বাদী হয়ে ৬ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ রাতেই এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেÑ বড় ভাই নুর মোহাম্মদ, তার দুই ছেলে আতিয়ার রহমান ও হাসান। কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, শনিবার রাত ১০টার দিকে ট্রাকে করে বাড়িতে ফার্নিচার নিয়ে যাওয়ার সময়ই নুর মোহাম্মদের বাড়ির বৈদ্যুতিক মিটার ভেঙ্গে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই নুর মোহাম্মদের সঙ্গে ছোট ভাই নুর ইসলামের গোলযোগ বাধে। একপর্যায়ে বড় ভাই নুর মোহাম্মদ ও তার ছেলেরা মিলে ছোট ভাই নুর ইসলামকে গলা টিপে ধরলে নুর ইসলাম গুরুতর আহত হয়। রাতেই এলাকাবাসী তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অনুমতিহীন যান বন্ধের দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১২ ফেব্রুয়ারি ॥ আরটিসি থেকে অনুমোদিত ব্যতীত জেলা শহরের আবাসিক এলাকা থেকে অবৈধভাবে যানবাহন চলাচল বন্ধের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ একত্র হয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেআইনী সার্ভিস বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দে, সদস্য সচিব লেলিন রায়হান শুভ্র শাহীন, জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এ বি এম সিরাজুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, আরটিসি কর্তৃক অনুমতি না নিয়ে সম্পূর্ণ বেআইনীভাবে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে অবৈধ যানবাহন চলাচল করছে। স্থানীয় প্রশাসন বিষয়টি আমলে নিচ্ছে না। এতে করে মালিক-শ্রমিক সংগঠনের অন্তর্ভুক্তরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সময় নেতৃবৃন্দ আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধ যানবাহন চলাচল বন্ধে স্থানীয় প্রশাসনকে আল্টিমেটাম ঘোষণা করেন। এ সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে পরবর্তীতে পরিবহন ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচী পালনের হুঁশিয়ারি দেয়া হয়।
×