ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের নামে চার্জশীট

প্রকাশিত: ০৪:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের নামে চার্জশীট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের চেয়ারম্যান দিলু পাটোয়ারীসহ ৫ জনকে অভিযুক্ত করে মারপিট ও চাঁদাবাজি মামলায় চার্জশীট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে রবিবার আদালতে এ চার্জশীট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই ছামেদুল হক। অভিযুক্ত আসামিরা হলো জহুরপুর ইউনিয়নের চেয়ারম্যান নরসিংহপুর গ্রামের মৃত গোলাম মাওলা পাটোয়ারীর ছেলে পিএম রেজাউল ইসলাম ওরফে দ্বীন মোহাম্মাদ ওরফে দিলু পাটোয়ারী, হলদা গ্রামের উজির খালাসীর ছেলে শরিফুল ইসলাম, হিঙ্গারপাড়া গ্রামের মৃত এরফান বিশ্বাসের ছেলে ইনছার ওরফে খোকন বিশ্বাস, মৃত ওমর আলীর বিশ্বাসের ছেলে এমদাদ বিশ্বাস ও মৃত আইজুদ্দিন বিশ্বাসের ছেলে আতিয়ার বিশ্বাস। চার্জশীটে উল্লেখ করা হয়েছে, জহুরপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার হাসিনার সঙ্গে বিরোধ চলে আসছিল চেয়ারম্যান দিলু পাটোয়ারীর। এরই জের ধরে আসামিরা তার ছেলে মহিদুলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে খুন জখমের হুমকি দেয়। ২০১৬ সালের ২০ আগস্ট রাতে জহুরপুর বাজারে মহিদুল ইসলামের দোকানে হামলা চালায় আসামিরা। এ সময় মহিদুলের কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে মারপিট, দোকান ভাংচুর ও তার কাছে থাকা ২০ হাজার টাকা নিয়ে যায়। সাক্ষীদের বক্তব্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আদালতে এ চার্জশীট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। অভিযুক্ত আসামিরা জামিনে আছে।
×