ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে আটক ২

প্রকাশিত: ০৪:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

অস্ত্র রেখে ব্যবসায়ীকে  ফাঁসাতে গিয়ে  আটক ২

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১২ ফেব্রুয়ারি ॥ গোপালগঞ্জে এক ফার্নিচার ব্যবসায়ীর দোকানের মধ্যে আগ্নেয়াস্ত্র রেখে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন তথ্যদাতা নিজেই। শনিবার রাতে শহরের ঘুল্লিবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে এবং তথ্যদাতা শহরের বড় বাজারের চাল ব্যবসায়ী বাবলু শেখের ছেলে রাব্বি শেখ (২৫) ও তার সহযোগী ঘুল্লিবাড়ি এলাকার সুবোধ বিশ্বাসের ছেলে ভজন বিশ্বাসকে (২২) গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ শহরের ঘুল্লিবাড়ি মোড়ে ফার্নিচার ব্যবসায়ী সাইফুল ইসলাম মানিকের মালিকানাধীন ফাতেমা ফার্নিচারে তল্লাশি চালায় এবং একটি কাঠের আলমারির উপর থেকে পলিব্যাগে মোড়ানো একটি বিদেশী রিভলবার উদ্ধার করে। এ সময় তারা সাইফুল ইসলাম মানিককেও আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদে বিষয়টি পুলিশের কাছে পাতানো বলে সন্দেহ হয় এবং তথ্যদাতা রাব্বি শেখকেও থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে রাব্বি শেখ ওই ফার্নিচার দোকানে অস্ত্র রেখে ফার্নিচার ব্যবসায়ীকে ফাঁসানোর কথা স্বীকার করে। পরে রাব্বি শেখের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনায় জড়িত তার সহযোগী ভজন বিশ্বাসকেও পুলিশ গ্রেফতার করে। এরপর পুলিশ সাইফুল ইসলাম মানিককে ছেড়ে দেয়।
×