ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সাংস্কৃতিক ও লোক নাট্যোৎসব

প্রকাশিত: ০৪:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

রাজশাহীতে সাংস্কৃতিক ও লোক নাট্যোৎসব

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহী কলেজে শুরু হয়েছে চার দিনব্যাপী সাংস্কৃতিক ও লোক নাট্যোৎসব। শনিবার সন্ধ্যায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথা সাহ্যিতিক হাসান আজিজুল হক। কলেজ প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ। রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাবির অধ্যাপক মলয় ভৌমিক, রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক ড. রিনা রানী দাস, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর জুবাইদা আয়েশা সিদ্দীকা, ইংরেজী বিভাগের প্রধান পিযুষ কান্তি ফৌজদার প্রমুখ। পরে নাট্যকর মামুনুর রশিদের রচনা ও নিদের্শনায় মঞ্চস্থ হয় নাটক ‘রাঢ়াঙ’। নাটকটি প্রযোজনা করে ঢাকার আরণ্যক নাট্যদল। আয়োজকরা জানান, চার দিনব্যাপী এ নাট্যোৎসবে বিভিন্ন ঐতিহ্যবাহী নাটক, লোকসঙ্গীত পরিবেশিত হবে। বাংলাদেশের গুণী অভিনয় শিল্পী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ উৎসব আয়োজন করছে মানওয়া নাট্যদল এবং লোক সংস্কৃতি ও নাট্যচর্চা কেন্দ্র। এ আয়োজনে সার্বিক সহায়াতা দিচ্ছে রাজশাহী কলেজ নাট্য সংসদ। উৎসবের দ্বিতীয় রবিবার সন্ধ্যা ৬টায় রাজশাহী কলেজ নাট্য সংসদের পরিবেশনায় মঞ্চস্থ্য হয় নাটক ‘এবং মৃত্যুর মুখোমুখী’। আজ একই সময় মঞ্চস্থ হবে ভারতের ঝাড়খ- ফেভিকল ড্রামা এ্যাসোসিয়েশনের ‘জানাম দিশোম’। এছাড়া উৎসবের শেষদিন মঙ্গলবার একই সময় মঞ্চস্থ হবে রাজশাহী লোকসংস্কৃতি ও নাট্যচর্চা কেন্দ্রের ‘দানা’। শেষদিন পরিবেশিত হবে লোকসঙ্গীত। সংক্ষিপ্ত আলোচনা সভাও। নাটক পরিদর্শনের জন্য প্রতিটি টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০, ১৫০ ও ২০০ টাকার। মিলনায়তনের সামনেই মিলছে প্রতিদিনের টিকেট।
×