ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অন্য রকম

প্রকাশিত: ০৪:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

অন্য রকম

দোকানে হরিণ! যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে শনিবার রাতে একটি সুপারমার্কেটের কাঁচের দরজা ভেঙ্গে দোকানে ঢুকে পড়া এক হরিণকে বাগে আনতে হিমশিম খেতে হয়েছে দোকানের এক ক্রেতাকে। ওই দোকানে ওষুধ কিনতে ঢুকেছিলেন রবার্ট বেক নামে এক ব্যক্তি। হরিণটি সে সময় দোকানের রুটি ও কেক বিক্রির কাঁচের কাউন্টার লক্ষ্য করে এগোচ্ছিল। হরিণটির ঘাড় ধরে তাকে দোকানের বাইরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে হরিণটি বেঁকের পাঁজরে লাথি মেরে তাকে ফেলে দেয়। এরপর আরও দুজন ক্রেতা এবং সেখানকার একজন শিকারি ছুটে এসে হরিণটিকে দোকানের বাইরে নিয়ে যায়। -বিবিসি সবচেয়ে বয়স্ক মাছ শিকাগোর দ্য শেড ইনডোর এ্যাকুরিয়ামে ১৯৩৩ সালে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা ১১ কেজি ওজনের ‘গ্রান্ড ড্যাড’ নামের ৯০ বছরেরও বেশি বয়সী একটি মাছ মারা গেছে। এটি ছিল এ্যাকুরিয়ামে থাকা বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মাছ। মাছটির খাওয়ার আগ্রহ কমে যাচ্ছিল এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালভাবে কাজ করছিল না। এ্যাকুরিয়ামটিতে গিয়ে এ পর্যন্ত ১০ কোটিরও বেশি মানুষ মাছটিকে দেখেছে। লাংফিশ প্রজাতির এ মাছ ১০০ বছরেরও বেশি সময় বাঁচতে পারে। এ ধরনের মাছের একটা ফুসফুসও আছে। -গার্ডিয়ান একদিনে তিন স্যাটেলাইট ইন্টারনেট স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানওয়েবের প্রধান নির্বাহী গ্রেস ওয়াইলার শুক্রবার জানিয়েছেন, তারা এমন একটি কারখানা তৈরি করতে যাচ্ছে যেখানে প্রতিদিন তিনটি স্যাটেলাইট তৈরি করা যাবে। তিনি বলেন, আলাস্কার দূরবর্তী অঞ্চলগুলোসহ যুক্তরাষ্ট্রের প্রান্তিক এলাকাগুলোতে ওয়ানওয়েব উচ্চগতির ব্রডব্যান্ড পাইপ তৈরি করবে, যার মাধ্যমে আমেরিকানদের জন্য নতুন নতুন সুযোগ ও যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরি হবে। ফ্লোরিডায় নাসার সম্পত্তিতে চলতি বছর এই কারখানা চালু করা হবে বলে গ্রেস জানিয়েছেন। -স্পেসনিউজ
×