ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ কবি রফিক আজাদের জন্মদিন

প্রকাশিত: ০৪:০৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

আজ কবি রফিক  আজাদের  জন্মদিন

স্টাফ রিপোর্টার ॥ বাংলা ভাষার অন্যতম কবি রফিক আজাদের ৭৫তম জন্মদিন আজ সোমবার। ১৯৪৩ সালের ১৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার জাহিদগঞ্জের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন এই কবি। ২০১৬ সালে ১২ মার্চ ‘পাড়ি সুতোর অদেখার ভুবনে’ পাড়ি জমিয়েছেন রফিক আজাদ। তার মৃত্যুর পর প্রথম জন্মদিন উদযাপন করবে কবির পরিবার ও বন্ধু-ভক্তমহল। রফিক আজাদের কাব্যচর্চার ধারা এবং তার অবদানকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে এরই মধ্যে দেশের বিশিষ্ট কবি, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্ববর্গ ও পরিবারের সদস্য সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট ‘কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদ’ গঠন করা হয়েছে। এই পর্ষদের উদ্যোগে আজ বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে কবিকে নিবেদিত রবীন্দ্র সঙ্গীত, স্বরচিত কবিতা পাঠ, কবির কবিতা থেকে আবৃত্তি, আলোচনা ও কবির ৭৫টি কবিতা নিয়ে প্রকাশিত ‘রফিক আজাদের কবিতা ৭৫’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রফিক আজাদের বাবা সলিম উদ্দিন খান ছিলেন সমাজসেবক এবং মা রাবেয়া খান আদর্শ গৃহিণী। দুই ভাই, এক বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। তৃতীয় শ্রেণীতে পড়ার সময়ই ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি বাবা-মার কঠিন শাসন উপেক্ষা করে ভাষা শহীদদের স্মরণে খালি পায়ে মিছিল করেন তিনি। চিরদিনই প্রতিবাদী এই কবি তার দ্রোহকে শুধু কবিতার লেখনীতে আবদ্ধ না রেখে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন জাতির চরম ক্রান্তিকালে, ১৯৭১-এ হানাদার বাহিনীর বিরুদ্ধে।
×