ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টিকাটুলি থেকে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৮:২৪, ১২ ফেব্রুয়ারি ২০১৭

টিকাটুলি থেকে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর টিকাটুলি এলাকা থেকে সাড়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে এবং তেজগাঁওয়ে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শেরেবাংলা নগরে গুলিভর্তি বিদেশী রিভলবারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, শনিবার সকালে টিকাটুলি এলাকা থেকে সাড়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ হোসেন (৩৫) ও মোঃ সাব্বির হোসেন সোহাগ (১৯)। তবে অভিযানের সময় মাদক সম্রাট সোহাগ পালিয়ে যায়। তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ দুই লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। হোসেন ও সাব্বির জিজ্ঞাসাবাদে জানায়, তারা ইয়াবা চালানটি টেকনাফ হতে সৌদিয়া পরিবহনে করে রাজধানীতে নিয়ে আসে। ইয়াবার চালান রাজধানীর বিভিন্ন মাদক স্পটে পৌঁছে দিত তারা। র‌্যাব-২-এর মেজর ইশতিয়াক আহমেদ জানান, হোসেন রাজধানীর অন্যতম একজন মাদক ব্যবসায়ী। তার অপর সহযোগী মাদক সম্রাট সোহাগ (কথিত নাম) অভিযানের সময় পালিয়ে যায়। আগুন ॥ ইসলামবাগে একটি বহুতল ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের বেলাল জানান, শনিবার বেলা ১১টা ২০ মিনিটে লালবাগের ইসলামবাগের গাজী টাওয়ারের আটতলা ভবনের চতুর্থতলায় আগুন লাগে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। দুই ছিনতাইকারী গ্রেফতার ॥ তেজগাঁওয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে সবুজ (২৪) ও হেলাল (১৮)। তাদের কাছ থেকে দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। শুক্রবার গভীর রাতে তেজকুনিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। অস্ত্রসহ যুবক গ্রেফতার ॥ গুলিভর্তি বিদেশী রিভলবারসহ মোঃ এনামুল হক মিতুল (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে ফার্মগেট এলাকা থেকে ৬ রাউন্ড গুলিভর্তি বিদেশী রিভলবারসহ তাকে গ্রেফতার করা হয়।
×