ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থনীতির টুকরো খবর

আন্তর্জাতিক প্লাস্টিক পণ্য মেলা

প্রকাশিত: ০৬:১৮, ১২ ফেব্রুয়ারি ২০১৭

আন্তর্জাতিক প্লাস্টিক পণ্য মেলা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চার দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে নবম আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং, প্যাকেজিং এবং মুদ্রণ শিল্পমেলা। ১৫-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি, চান চাও ইন্টোল কোম্পানি লিমিটেড এবং ট্রেড এ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং লিমিটেডের যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় চার শতাধিক পণ্য প্রদর্শনকারী এ মেলায় উপস্থিত থাকছেন। এ মেলার মাধ্যমে ব্যাপকভাবে ব্যবসায়িক যোগাযোগ এবং এর সঙ্গে যুক্ত সকল শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ফলপ্রসূ ব্যবসায়ীক বিনিময় সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্লাস্টিক ব্যবসায়ীরা বলেছেন, দেশের শিল্প উৎপাদনের সুযোগ সুবিধা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এই মেলা একটি উপযুক্ত প্লাটফর্ম। এই মেলার মাধ্যমে প্লাস্টিক ব্যবসায়ীরা বিভিন্ন দেশের প্লাস্টিক পণ্য এবং প্যাকেজিং ও বাজারজাত সম্পর্কে জানতে পারবে। যা তাদের পণ্যের মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেলায় অংশ নিয়েছে ১৪টি দেশ। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, হংকং, ভারত, ইতালি, যুক্তরাজ্য, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও ভিয়েতনাম। একই সঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ড কোম্পানি তাদের সর্বশেষ পণ্য এবং প্রযুক্তি তুলে ধরছে এ প্রদর্শনীতে। অর্থনীতি ডেস্ক
×