ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মোবাইল ফোনে ই লার্নিং পদ্ধতিতে প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬:১২, ১২ ফেব্রুয়ারি ২০১৭

মোবাইল ফোনে ই লার্নিং পদ্ধতিতে প্রশিক্ষণ

‘ম্যাকউইডেন এডুকেশন’ বাংলাদেশের সাধারণ মানুষের জীবনভিত্তিক প্রশিক্ষণের সুযোগ। যা হবে মোবাইল ফোনের মাধ্যমে ‘ই লার্নিং’ পদ্ধতিতে। ‘ই লার্নিং’ মূলত পেশাগত বা জীবনভিত্তিক দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ গ্রহণের একটি যুগান্ত সৃষ্টিকারী গেইটওয়ে- যেখানে সামর্থ্যকে পেরিয়ে সহজলভ্যভাবে স্বল্প খরচে মানুষের জীবনমান উন্নয়নের জন্য, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানো সম্ভব। এই ‘ইলার্নিং’ পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ তাদের হাতের আধুনিক মোবাইল ফোনে সীমিত আয়ের মাধ্যমেই অতি সহজে জীবনভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে পেশাদারী কাজের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে পারবে। এ প্রসঙ্গে ড. বদরুল হুদা খান বলেন, ‘দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে তাদের সহজলভ্য পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে সমাজের একজন দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আর তা করতে হলে ই-লার্নিংকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসতে হবে যাতে তারা নিজেদের গড়ে তোলার সহজ সুযোগ পান। ‘ম্যাকউইডেন এডুকেশন’-এর মাধ্যমে আমাদের দেশের এবং প্রবাসের পেশাগত কাজে এবং প্রশিক্ষণ ক্ষেত্রে স্বনামধন্য, অভিজ্ঞ এবং আত্মনিবেদিতপ্রাণ মানুষগুলো এই প্রশিক্ষণ প্রদান করবেন। যেমন বাংলাদেশের সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান- তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের তাদের ব্যবসা সম্প্রসারণে উদ্বুদ্ধ করার জন্য প্রশিক্ষণ প্রদান করতে এগিয়ে এসেছেন। তাই জীবনভিত্তিক প্রশিক্ষণ সুযোগ সহজে নামমাত্র মূল্যে তাদের হাতের নাগালে নিয়ে আসার মাধ্যমেই শুধু এই দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব। যেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে ক্ষুদ্র ব্যবসা উদ্যোক্তাদের প্রশিক্ষণ : নজরুল ইসলাম খান (সাবেক শিক্ষা সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)। সাইবার সিকিউরিটি : ফয়সল কাদের (প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট-টেকনাফ, এলএলসি) গ্র্যান্ট রাইটিং : রেদোয়ান চৌধুরী (প্রতিষ্ঠাতা এবং সিইও- উদয়ন ফাউন্ডেশন)। সমাজ উন্নয়নে সাংবাদিকতা : এ্যন্থনী পিউস গমেজ (সাংবাদিক, কলামিস্ট, সম্পাদক)। ইংরেজী কথোপকথন : মৈত্রেয়ী নায়েক (আইটি সাইবার সিকিউরিটি, ব্যাংক অব আমেরিকা)। উল্লেখ্য, জীবনভিত্তিক পেশাগত প্রশিক্ষণের জন্য আরও কোর্স আসছে, অতিশীঘ্র ঘোষণা করা হবে। দেশের সাধারণ মানুষের জন্য মোবাইল ফোনে বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ‘ম্যাকউইডেন এডুকেশন’র এই ‘ই-লার্নিং’ পদ্ধতির মাধ্যমে প্রশিক্ষণ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং যুগোপযোগী। আর বিশেষভাবে তথ্যপ্রযুক্তির ওপর সাধারণ মানুষের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করার জন্য অত্যন্ত সহজ সরলভাবে এই প্রশিক্ষণ প্রণালী (ওহংঃৎঁপঃরড়হধষ উবংরমহ ঞবপযহরয়ঁবং ধহফ ঝঃৎধঃবমরবং) প্রস্তুত করা হয়েছে শিক্ষা প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে। আর এই জীবনভিত্তিক বাস্তব শিক্ষার জন্য সাধারণ মানুষের বিভিন্ন দিক বিবেচনা করেই শিক্ষা কার্যক্রম নির্ধারণ করা হয়েছে, যেখানে জীবিকা অর্জনের জন্য নিজেকে গড়ে তোলার জন্য- যে কেউ যে কোন সময় যে কোন জায়গায় থেকে নিজের সুবিধামতো মোবাইল ফোন ব্যবহার করে নামমাত্র মূল্যে এই প্রশিক্ষণ গ্রহণ করে অতি সহজেই পেশাগত কাজের জন্য নিজেকে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে এবং জীবিকা নির্বাহ করে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। বিস্তারিত জানতে যোগাযোগ: http://youtube.com/mcweadon [email protected] এ্যন্থনী পিউস গমেজ
×