ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্রিকেট লীগ

আফিফের সেঞ্চুরি, শুভাগতর ৬ উইকেট

প্রকাশিত: ০৫:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০১৭

আফিফের সেঞ্চুরি, শুভাগতর ৬ উইকেট

স্স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ড শনিবার মাঠে গড়িয়েছে। চারদিনের দুটি ম্যাচের প্রথমদিনে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। গত বিপিএল টি২০ আসরে প্রথমবার খেলতে নেমেই বল হাতে চমক দেখান এ টপঅর্ডার প্রথম শ্রেণীর ক্যারিয়ারে অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন। তার শতকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের বিরুদ্ধে প্রথমদিন শেষে পূর্বাঞ্চল তুলেছে ৩ উইকেটে ২৯৩ রান। অপর ম্যাচে বিকেএসপিতে বল হাতে চমক দেখিয়েছেন শুভাগত। তার দখল করা ৬ উইকেটে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস ২৬০ রানেই গুটিয়ে দিয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। দিনশেষে মধ্যাঞ্চল তুলেছে বিনা উইকেটে ৪ রান। তবে ৫১ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তারা। শুভাগত প্রথম থেকেই চমক দেখাতে শুরু করেন। তবে চতুর্থ উইকেটে এনামুল হক বিজয় ও তুষার ইমরান ৬১ রানের জুটি গড়ে বিপদ কাটান। বিজয় ১০ রানে বিদায় নেয়ার পর শুভাগতর স্পিনের বিরুদ্ধে লড়াইটা ভালভাবে শুধু তুষার একাই করেছেন। তিনি ১৬৮ বলে ১১ চারে সর্বোচ্চ ৮১ রান করেন। পঞ্চম উইকেটে মোহাম্মদ মিঠুনের সঙ্গে হয়েছিল ৯১ রানের দারুণ জুটি। মিঠুন ৪২ করে সাজঘরে ফেরেন। শেষদিকে সোহাগ গাজী ৪৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৩ রান করলে কিছুটা সম্মানজনক সংগ্রহ পায় দক্ষিণাঞ্চল। ২৬০ রানেই গুটিয়ে যায় তারা। শুভাগত ৯১ রানে শিকার করেন ৬ উইকেট। জবাব দিতে নেমে কোন উইকেট না হারিয়ে ৪ রান তুলে এখন পর্যন্ত ২৫৬ রানে পিছিয়ে আছে মধ্যাঞ্চল। ফতুল্লায় পূর্বাঞ্চল দারুণ ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও আফিফের নৈপুণ্যে। উদ্বোধনী জুটিতে তারা ১৯৭ রান তোলেন। আফিফ বিপিএলে এক ম্যাচ খেলেই নায়ক হয়ে গিয়েছিলেন ৫ উইকেট শিকার করে। তারপর থেকেই যুবদলের এ সহঅধিনায়ক সবার নজরে পড়ে যান। যদিও মূলত ব্যাটসম্যান তিনি। এবার প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিষেকে চমকে দিলেন, তবে এবার নিজের মূল পরিচয় ব্যাটসম্যান হিসেবে। হাঁকালেন সেঞ্চুরি। তবে ১৭১ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১০৫ রানে নাসির হোসেনের বলে আফিফ বিদায় নেয়ার পর জুটি ভেঙ্গে যায়। ইমতিয়াজও ১৪৮ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮১ রান করে বিদায় নেন। এরপর শুধু তাসামুল হককে (৩৪) সাজঘরে পাঠাতে পেরেছে উত্তরাঞ্চলের বোলাররা। দিনশেষে ৩ উইকেটে ২৯৩ রান নিয়ে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছে পূর্বাঞ্চল। স্কোর ॥ পূর্র্বাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ ॥ ফতুল্লা পূর্বাঞ্চল প্রথম ইনিংস- ২৯৩/৩; ৯০ ওভার (আফিফ ১০৫, ইমতিয়াজ ৮১, জাকির ৪৮*, তাসামুল ৩৪; ইয়াসিন ২/৩৪; নাসির ১/৩০)। দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ ॥ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস- ২৬০/১০; ৮৩.৫ (তুষার ৮১, মিঠুন ৪২, সোহাগ ৪৩, আল আমিন ৩০; শুভাগত ৬/৯১, আবু হায়দার ২/৩৪, শরীফুল্লাহ ২/৪৮)। মধ্যাঞ্চল প্রথম ইনিংস- ৪/০; ৪ ওভার (সাদমান ৩*, মজিদ ০*)। * প্রথমদিন শেষে।
×