ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিএসজি’র জয়

প্রকাশিত: ০৫:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০১৭

পিএসজি’র জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে বোর্দোকে। এই জয়ের ফলেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে পিএসজি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে মোনাকো। বোর্দোর বিপক্ষে ম্যাচে পিএসজি’র হয়ে জোড়া গোল করেছেন এডিনসন কাভানি। ম্যাচের ছয় মিনিটে তার গোলেই প্রথম এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ফ্রেঞ্চ লীগে পিএসজি’র হয়ে কাভানির গোল এখন ৭৮টি। তিনটি বছর নেপোলিতে অতিক্রম করে ২০১৩ সালে পিএসজিতে যোগ দেন কাভানি। নেপোলির হয়েও সমান ৭৮টি গোল করেছিলেন তিনি। বোর্দোর বিপক্ষে দ্বিতীয় গোলটি করে উরুগুইয়ান স্ট্রাইকার সেই রেকর্ডেই ভাগ বসান। কাভানি ছাড়া বোর্দোর বিপক্ষে বাকি গোলটি করেন দুর্দান্ত ফর্মে থাকা এ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যাচের বয়স যখন ৪০ মিনিট তখন গোলটি করেন পিএসজি’র এই আর্জেন্টাইন উইঙ্গার। গত কয়েক মৌসুমে ফ্রেঞ্চ লীগ ওয়ানে রাজত্ব করছে পিএসজি। এমনকি ক্লাব ফুটবলেও। বিশ্বের সেরা সেরা তারকা ফুটবলারদের কিনে এনে রীতিমতো চমকে দেয় গোটা বিশ্বকেই। যেখানে খেলেছেন ডেভিড বেকহ্যাম, জ¬ালাতান ইব্রাহিমোভিচের মতো তারকারাও। কিন্তু এই মৌসুমে কিছুটা নিষ্প্রভ পিএসজি। শিরোপা ধরে রাখার ক্ষেত্রে তাদের চ্যালেঞ্জ করছে মোনাকো, নিসের মতো ক্লাবগুলোও। নিস এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে। ২৪ ম্যাচ খেলে তাদের দখলে ৫২ পয়েন্ট। আগামী মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে মাঠে নামবে পিএসজি। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা।
×