ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ানডে সিরিজে ৫-০তে ‘হোয়াইটওয়াশ’ শ্রীলঙ্কা

দুই বছর পর শীর্ষে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৫:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০১৭

দুই বছর পর শীর্ষে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কাকে সিরিজে ৫-০তে ‘হোয়াইটওয়াশ’ করে দুই বছরেরও বেশি সময় পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল দক্ষিণ আফ্রিকা। পঞ্চম ও শেষ ম্যাচে প্রোটিয়ারা জিতল ৮৮ রানের বড় ব্যবধানে। সেঞ্চুরিয়নে কুইন্টন ডি’কক (১০৯) ও হাসিম আমলার জোড়া সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮৪ রানের বিশাল স্কোর গড়ে স্বাগতিকরা। জবাবে ৮ উইকেটে ২৯৬ রানে থামে লঙ্কানদের সংগ্রহ। ছয় নম্বরে নেমে অপরাজিত ১১৪ রান করে সফরকারীদের হয়ে হারের ব্যবধান কমিয়েছেন অসেলা গুনারতেœ। তবে ১৫৪ রানের ম্যারাথন ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন আমলা। ডি’কক ১০৯। টেস্টে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ হলেও ২-১এ টি২০ জিতেছিল লঙ্কানরা, তবে ওয়ানডেতে ৫-০’র লজ্জা সঙ্গী করে দীর্ঘ এ সফর শেষ করল এ্যাঞ্জেলো ম্যাথুজ-উপুল থারাঙ্গার দল। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ডি ভিলিয়ার্সদের পয়েন্ট ১১৯, দুইয়ে নেমে যাওয়া অসিদের ১১৮। সম্প্রতি ‘চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে’ কিউইদের কাছে বিশ্বচ্যাম্পিয়নদের হার ২-০ ব্যবধানের, অন্যদিকে প্রোটিয়াদের দুর্দান্ত এই সাফল্যে অবস্থানে পরিবর্তন এলো। আধুনিক আইসিসি র‌্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর এ নিয়ে পঞ্চমবারের মতো শীর্ষে উঠল দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০১৪ সালের নভেম্বরে চূড়ায় ছিল তারা। গত বছরের ১ মে থেকে খেলা ১৭ ওয়ানডেতে টানা ১১টিসহ মোট ১৩ জয় পেয়েছে প্রোটিয়ারা। অবশ্য শীর্ষস্থান ধরে রাখতে আসন্ন নিউজিল্যান্ড (তৃতীয় স্থানে, ১১৩ পয়েন্ট) সফরে ৫ ম্যাচের সিরিজ ন্যূনতম ৩-২ ব্যবধানে জিততে হবে তাদের। ১০১ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা শ্রীলঙ্কা (বর্তমানে ষষ্ঠ) হারিয়েছে ৩ পয়েন্ট। দলটি এখন সপ্তম স্থানে থাকা বাংলাদেশের (৯১) চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে। চার ও পাঁচে যথাক্রমে ভারত (১১২) ও ইংল্যান্ড (১০৭)। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘আমরা ছোট একটি পদ্ধতি অনুসরণ করেই সাফল্য পেয়েছি। যেভাবে পারফর্ম করেছি তাতে দারুণ খুশি। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাই চলতি বছরটা অনেক গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে আমরা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দখল করেছি। এটা ধরে রাখতে হবে।’ প্রতিপক্ষ অধিনায়ক থারাঙ্গা বলেন, ‘সফরটা কঠিন ছিল। কারণ এই দলটি বেশ তরুণ, তারা অনেক কিছু শিখতে পেরেছে। দক্ষিণ আফ্রিকা সত্যিকার অর্থেই দারুণ ক্রিকেট খেলেছে।’ গুনারতেœ ও সচিত পাথিরানা (৫৬) যখন ক্রিজে ছিলেন তখনই আবহাওয়া খারাপ হওয়ার জন্য ডি ভিলিয়ার্স দ্রুত স্পিনারদের নিয়ে আসেন, যাতে করে ম্যাচ বাতিল হবার আগে অন্তত ২০ ওভার খেলা সম্পন্ন হয়। তবে ঝড় চলে গেলে দক্ষিণ আফ্রিকান বোলাররা শুরু মতো ততটা নিজেদের মেলে ধরতে পারেননি। এবি আরও বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। ঘাসে শিশির ছিল, দিনের শেষে যা বোলারদের জন্য কঠিন পরিস্থিতির সৃষ্টি করে।’ এটি দক্ষিণ আফ্রিকার টানা ১১তম ওয়ানডে ও অস্ট্রেলিয়াকে হারানোর পরে টানা দ্বিতীয়বারের মতো ৫-০ ব্যবধানে সিরিজ জয়। ডি’ককের সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে আমলার ১৮৭ রানের পার্টনারশিপ গড়েন, ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে যা সর্বোচ্চ। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ৩৮৪/৬ (৫০ ওভার; ডি কক ১০৯, আমলা ১৫৪, ডুপ্লেসিস ৪১, ডি ভিলিয়ার্স ১৪, ডুমিনি ১০, বেহারদিয়েন ৩২, মরিস ৩*, পারনেল ১*; লাকমল ৩/৭১, কুমারা ০/৬০, মদুশঙ্কা ২/৭০, ডি সিলভা ০/২৪, পাথিরানা ০/৪৩, ভ্যান্ডার্সে ১/৬১, গুনারতেœ ০/৪৬)। শ্রীলঙ্কা ২৯৬/৮ (৫০ ওভার; দিকওয়েলা ৩৯, থারাঙ্গা ৭, মেন্ডিস ১, বিরাক্কডি ১০, ডি সিলভা ১১, গুনারতেœ ১১৪*, পাথিরানা ৫৬, মদুশঙ্কা ৭, ভ্যান্ডর্সে ৭, লাকমল ২০*; রাবাদা ০/৫৫, মরিস ৪/৩১, পারনেল ২/৫১, তাহির ১/৫৭, ডুমিনি ০/২৮, ফেহলুকয়ায়ো ০/৪৪, বেহারদিয়েন ০/১৭)। ফল ॥ দ. আফ্রিকা ৮৮ রানে জয়ী। সিরিজ ॥ পাঁচ ওয়ানডেতে দ. আফ্রিকা ৫-০তে জয়ী। ম্যাচসেরা ॥ আমলা (দ. আফ্রিকা)। সিরিজসেরা ॥ ডুপ্লেসিস (দ. আফ্রিকা)।
×