ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সাংবাদিকতা করতে হবে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫০, ১২ ফেব্রুয়ারি ২০১৭

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সাংবাদিকতা  করতে হবে ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১১ ফেব্রুয়ারি ॥ মুক্তিযুদ্ধের চেতনাকে মনেপ্রাণে ধারণ করে সাংবাদিকতা করতে হবে, মনেপ্রাণে ধারণ করতে হবে অসাম্প্রদায়িক চেতনা, ধারণ করতে হবে গণতান্ত্রিক মূল্যবোধ এবং চলমান বিশ্ব পরিস্থিতিতে ইসলামের নামে আইএস ও বিভিন্ন নামে মানুষ হত্যা করছে জামায়াত-বিএনপি, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শনিবার বেলা ১১টায় মাদারীপুর এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীতে বাংলাদেশে প্রেস ইনস্টিটিউট আয়োজিত সাংবাদকিতায় বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি এ কথা বলেন। তিনি আরও বলেন সাংবাদিকরা দেশের বিবেক, সাংবাদিকরা যে পরিমাণ কষ্ট করে, যে পরিমাণ মেধা, পরিশ্রম, দুর্ভোগ সহ্য করে সংবাদ সংগ্রহ করে, সে পরিমাণ পারিশ্রমিক তারা পায় না। এটা কিন্তু অস্বীকার করা যাবে না। পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ জেলা প্রশাসক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ।
×