ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে এক পরিবারের তিন নারী নিহত

প্রকাশিত: ০৫:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০১৭

মাগুরায় মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে এক পরিবারের তিন নারী নিহত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১১ ফ্রেরুয়ারি ॥ আজ শনিবার সকালে মাগুরা যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার শেখপাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ নিহত নারী ৮ জন আহত হয়েছে। নিহতরা হলোÑ খোদেজা খাতুন (৪০), ছুটিবিবি (৬৫) এবং মজিরন বেগম (৭০)। দুজন ঘটনাস্থলে এবং একজন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। হতাহতদের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দের চেনাপোতা গ্রামে। আহত নূর মহম্মদ, সালাম মোল্লা, মান্নান, রাসেল, কোমর, আল-আমিন, সালাম মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । মাগুরা হাইওয়ে পুলিশের এসআই বিটুল হোসেন জানান, রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার চেনাপোতা গ্রাম থেকে যশোরের বেনাপোলগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস মাগুরা যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার শেখপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। নাটোরে দুই ট্রাক যাত্রী নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বড়াইগ্রামে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও আরও ৭ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল সড়কের আইরমারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বনপাড়া ও নাটোরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেনÑ টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার চরতেঁতুলিয়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে ফুলচাঁদ আলী (৩৭) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হারোয়া গ্রামের আবদুুল হাকিমের ছেলে শহীদ হোসেন (৩৫)। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুন নুর ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে পাবনাগামী একটি ট্রাক সকালে উপজেলার আইরমারী ব্রিজ এলাকায় পৌঁছে ট্রাকের যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে মালবোঝায় একটি পিকআপ ভ্যান এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। রাজশাহীতে পবিস কর্মকর্তা স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় নাটোর পল্লী বিদ্যুত সমিতির (পবিস) জোন-১ এর এজিএম নিহত হয়েছে। তার নাম আবদুর রাজ্জাক (৫৯)। তিনি সিরাজগঞ্জের পুষ্টিগাছা এলাকার আমজাদ হোসেনের ছেলে। শনিবার সকাল সাতটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ের শিবপুর ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন বিষয়টি নিশ্চত করেন। তিনি জানান, সকালে পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা আবদুর রাজ্জাক রাজশাহী-নাটোর মহাসড়কের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হলে ঘটনাস্থল থেকে তাকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একই দিন জেলার চারঘাটে ইঞ্জিনচালিত ভটভটি উল্টে নারীসহ ৮ যাত্রী আহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট-বানেশ্বর সড়কের খুদির বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরায় স্কুলছাত্র স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, ট্রলির ধাক্কায় ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত স্কুলছাত্রের নাম আব্দুল গফ্ফার। সে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আফছার আলী গাজীর ছেলে ও পাইলট হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। কেশবপুরে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা কেশবপুর থেকে জানান, শনিবার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ইবাদত আলী মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মণিরামপুর উপজেলার সাহাপুর গ্রামের মৃত তাছের আলী মোল্যার ছেলে। থানার ওসি (তদন্ত) জানান, কেশবপুর-সরসকাটি সড়কের বরণডালি নামক স্থানে প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের ধাক্কা লেগে ভ্যানটি উল্টে গাছে বাড়ি লেগে তিনি আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কলারোয়া হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দরে শিশু আহত নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ থেকে জানান, বন্দরের পদুঘরে অটোরিক্সার ধাক্কায় রাবেয়া আক্তার (৫) নামে এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসী দুই ঘণ্টা রাস্তা অবরোধ করে রেখেছিল। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯টায় সোনারগাঁ-নবীগঞ্জ সড়কের পদুঘর এলাকায়।
×