ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনি ॥ যুবক নিহত

প্রকাশিত: ০৫:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০১৭

শ্রীনগরে চোর সন্দেহে  গণপিটুনি ॥ যুবক নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে লাকু সরকার (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে রাজীব নামের আরেক যুবক। তাকে প্রথমে ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীনগর উপজের রাঢীখাল ইউনিয়নের বালাশুর গ্রামে গণধোলাইয়ে এ ঘটনা শনিবার ভোরের। নিহত লাকু উত্তর বালাশুর গ্রামের নতুন বাজার এলাকার জয়নাল সরকারের ছেলে। সূত্র জানায়, বালাশুর গ্রামের লাকু চুরি করতে গেলে বাড়ির মালিক ইউনুসের ছেলে রাজীব দেখে ফেলে এবং তাকে আটকাতে চেষ্টা করে। এ সময় রাজীবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে লাকু। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং লাকুকে ইটভাঁটির সামনে আটকে ফেলে। পরবর্তী সময়ে গ্রামবাসীর গণধোলাইয়ে লাকু নিহত হয়। আহত হয় রাজীব। শ্রীনগর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে।
×