ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশেষ টেলিফিল্ম ‘নোনা জলে হঠাৎ দেখা’

প্রকাশিত: ০৫:৪২, ১২ ফেব্রুয়ারি ২০১৭

বিশেষ টেলিফিল্ম ‘নোনা জলে  হঠাৎ দেখা’

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১১-৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘নোনা জলে হঠাৎ দেখা’। আলী আশরাফ আকঞ্জী রিয়েলের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন আফরীন জেসিকা । পরিচালনা করেছেন আমিরুল ইসলাম অরুণ। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অর্পণা ঘোষ, সামিয়া, সাজ্জাদ সাজু, মাসুম বাশার, কাজী রাজু, রেইনি হাবিবা প্রমুখ। টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে মিঠি তার এনজিওর স্পেশাল এসাইনমেন্ট নিয়ে কক্সবাজারে আসে। ঘটনাক্রমে প্রতীকের সঙ্গে দেখা হয়। প্রতীক সৃজনশীল একজন মানুষ। দুজনেরই দৈনন্দিন কাজের শেষে পড়ন্ত বিকেলে দেখা হয় সমুদ্রের পাড়ে, কথা হয়। প্রথমে বুঝতে না পারলেও পরে মিঠি বুঝতে পারে প্রতীক অন্ধ। এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর দেখতে যে মানুষটা, আর সে কিনা অন্ধ! ওদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠে। মিঠি ও প্রতীক একটু অন্যরকম অনুভূতির আকাক্সক্ষা অনুভব করে। সেটা কি ভালবাসা! হতে পারে অথবা না। মিঠির ঢাকায় ফেরার সময় এসে গেছে। এখন কি করবে সে। এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে গল্প এগিয়ে যায় নোনা জলে হঠাৎ দেখা।
×