ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিনয় শিল্পী সংঘের নির্বাচন : সভাপতি সাচ্চু, সম্পাদক নাসিম

প্রকাশিত: ০৫:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০১৭

অভিনয় শিল্পী সংঘের নির্বাচন : সভাপতি সাচ্চু, সম্পাদক নাসিম

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন ২০১৭ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শহিদুল আলম সাচ্চু সভাপতি এবং আহসান হাবিব নাসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিজয়ী অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি আবুল কালাম আজাদ পাভেল, জাহিদ হোসেন শোভন ও তানভীন সুইটি, যুগ্ম সাধারণ সম্পাদক-আনিসুর রহমান মিলন ও রওনক হাসান, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জর্জ, অর্থ সম্পাদক তানিয়া আহমেদ, দফতর সম্পাদক শামস সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক উর্মিলা শ্রাবন্তি কর, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওমর আয়াজ অনি, আইন ও কল্যাণ সম্পাদক শামিমা ইসলাম তুস্টি। নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেনÑ ইন্তেখাব দিনার, সেলিম মাহবুব, আহসানুল হক মিনু, জাকারিয়া বারী মম, সুজাত শিমুল, নিকুল কুমার ম-ল, মুকুল সিরাজ ও সনি রহমান (যৌথভাবে)। অভিনয় শিল্পী সংঘের নির্বাচনী প্রচারে গত এক মাস ধরে সরগরম ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মগবাজার মিডিয়া গলি, মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের গলিসহ বিভিন্ন শূটিং স্পট। বেশকিছু বছর শিল্পীদের নির্বাচনী প্রচারে এ রকম উৎসব আমেজ পরিলক্ষিত হয়েছে। তবে নির্বাচনের পর কে কি করবেন বা এই সংঘ দিয়ে অতীতের মতো শিল্পীদের উন্নয়নে নব নির্বাচিত কর্মকর্তারা কী কী পদক্ষেপ নেন সেটাই এখন দেখার বিষয়। পাশাপাশি প্রকৃত শিল্পীদের তালিকাভুক্তকরণ, শিল্পী সমাজের অধিকার রক্ষা, শিল্পীদের সম্মানী প্রদানসহ বিভিন্ন বিষয়ে ক্যাটাগরি নির্ধারণ করে তাদের পারিশ্রমিক নিশ্চিত করতে উদ্যোগ নেবেন এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
×