ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিমান খেয়ে বিশ্বরেকর্ড!

প্রকাশিত: ০৫:৩১, ১২ ফেব্রুয়ারি ২০১৭

বিমান খেয়ে বিশ্বরেকর্ড!

জ্যান্ত আরশোলা, সাপ, ব্যাঙ, টিকটিকি, পচে যাওয়া খাবার থেকে ইট, কাঁচ, মাটি, খাওয়ার খবরও পাওয়া গেছে। বিশ্বরেকর্ডের জন্য ফ্রান্সের মিশেল লতিতো খেয়ে ফেলেছিলেন পুরো একটি বিমান। সাধারণ না বলে লতিতোকে ‘সুপার হিউম্যান’ বলা হয়। মাত্র ৯ বছর বয়স থেকেই শুরু হয় লতিতোর মিশন। মানুষকে বিনোদন দিতে শুরু করেন তিনি। টিভি, সাইকেল, পেরেক, বাল্ব, কম্পিউটার, খাট সবকিছু হজম হয়ে গেছে তার পেটে। এতসবের পরেও ক্ষান্ত হননি তিনি। ১৯৭৮ সালে তার শখ চাপে একটি আস্ত বিমান খেয়ে বিশ্বরেকর্ড গড়বেন। এরপরেই একটি সেসনা-১৫০ বিমানকে ছোট ছোট টুকরা করে দুই বছর ধরে খেয়ে শেষ করে ফেলেছিলেন তিনি। ১৯৫৯ থেকে ১৯৯৭-এর মধ্যে তিনি ৯ টন লোহা খেয়ে শেষ করেছিলেন। সব ধাতব পদার্থই তিনি টুকরা টুকরা করে খেতেন। আর এ লোহা গেলার জন্য তিনি খেতেন প্রচুর পরিমাণে মিনারেল অয়েল ও পানি। -ইন্টারনেট
×