ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে পুতিনের প্রথম বৈঠক মেলানিয়ার দেশে!

প্রকাশিত: ০৫:৩১, ১২ ফেব্রুয়ারি ২০১৭

ট্রাম্পের সঙ্গে পুতিনের  প্রথম বৈঠক মেলানিয়ার দেশে!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠকের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত সেøাভেনিয়ায় আপত্তি নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের। অবশ্য স্থান নির্ধারণের বিষয়টি শুধু মস্কোর একার নয় বলে তার মন্তব্য। শুক্রবার মস্কোতে সেøাভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহরের প্রস্তাবের প্রেক্ষিতে দেশটির রাজধানী লিউব্লিয়ানায় বৈঠক করার বিষয়ে সায় দেন তিনি। খবর ইয়াহু নিউজের। দুই পরাশক্তির বৈঠকের বিষয়ে তৃতীয় এমন একটি দেশ থেকে প্রস্তাব এলো যেখানে মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের বেড়ে ওঠা। আর তাছাড়া ২০০১ সালে জর্জ ডব্লিউ বুশ এবং পুতিনের প্রথম বৈঠকটিও এই লিউব্লিয়ানায় হয়েছিল। ১৯৭০ সালে সেøাভানিয়ার ছোট্ট শহর সেভনিকায় শৈশব কাটে মেলানিয়ার। পরে মিলান ও প্যারিসে মডেল হিসেবে ক্যারিয়ার গড়েন তিনি। ১৯৯৬ সালে তিনি নিউইয়র্কে পাড়ি জমান। দুই বছর পর কিট ক্যাট ক্লাবের একটি পার্টিতে তার থেকে ২৪ বছরের বড় ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়। গত মাসে হোয়াইট হাউসের চেয়ারে বসার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভøাদিমির পুতিনের আলোচনায় দুই দেশের ‘সম্পর্কে নতুন বাঁক’ আসতে পারে বলে অনেকের ধারণা। ক্রিমিয়া নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বিরাজমান শীতল সম্পর্কে ‘মলম’ দেয়ার কথা বলে আসছেন ট্রাম্প ও পুতিন উভয়ই। সেøাভেনিয়াকে স্থান হিসেবে পছন্দ হলেও কবে এ বৈঠকের ভাবনা চলছে তা পরিষ্কার করেনি মস্কো। পুতিন বলেন, ‘ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য লিউব্লিয়ানা সত্যিই একটি অসাধারণ স্থান। তবে এটা শুধু আমাদের একার দেখার বিষয় নয়।’ লিউব্লিয়ানার প্রস্তাবে তার কোন আপত্তি নেই বলেও জানান রুশ প্রেসিডেন্ট।
×