ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে বসবাসরত নাগরিকদের সতর্ক করল মেক্সিকো

প্রকাশিত: ০৫:৩০, ১২ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রে বসবাসরত নাগরিকদের সতর্ক করল মেক্সিকো

এক মেক্সিকান নারীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পর মেক্সিকো যুক্তরাষ্ট্রে বসবাসরত নিজ দেশের নাগরিকদের সতর্ক করে জানিয়েছে যে তারা যেন পূর্ব থেকেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন। ওই নারী ২০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিল। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোয়াদালুপ গার্সিয়া দি রেয়সের এ ঘটনা আমাদের সামনে নতুন বাস্তবতা তুলে ধরেছে। খবর বিবিসির। দুই সন্তানের এই মা বুধবার নিয়মিত হাজিরার অংশ হিসেবে অভিবাসন অফিসে গেলে তাকে আটক করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে সংকল্প করেছেন, যেসব অবৈধ অভিবাসীর অতীতে অপরাধের প্রমাণ রয়েছে তাদের ওপর তিনি দমনাভিযান চালাবেন। ৩৬ বছর বয়সী গার্সিয়া চাকরি পেতে ২০০৯ সালে জাল কাগজপত্র ব্যবহার করায় সেসময় তিনি অপরাধ স্বীকার করেন। তার বিরুদ্ধে ২০১৩ সালে বহিষ্কারাদেশ দেয়া হয়। তবে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘সাধারণ ক্ষমার’ আওতায় সেখানে বসাবাস করার সুযোগ পান। শিশু অবস্থায় যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তারা এর আওতায় আসেন। গার্সিয়ার সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিল এবং তারা তার স্বামীর সঙ্গে সেখানেই থাকছে। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গার্সিয়ার ঘটনা যুক্তরাষ্ট্রে বসবাসরত মেক্সিকান অভিবাসীদের সামনে নতুন বাস্তবাতা তুলে ধরেছে।
×