ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তেহরান-ওয়াশিংটন সম্পর্কে ফের উত্তাপ

রুহানি সতর্কভাবে কথা বললে ভাল করবেন ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৫:৩০, ১২ ফেব্রুয়ারি ২০১৭

রুহানি সতর্কভাবে কথা বললে  ভাল করবেন ॥ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানের প্রেসিডেন্টকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, তিনি ‘সতর্কভাবে কথা বললে ভাল করবেন’। ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর দু’দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে হুমকি-পাল্টা হুমকি বেড়ে গেছে। খবর এএফপি ও ইরনার। ইরানে ১৯৭৯ সালে সংঘটিত ইসলামী বিপ্লবের বার্ষিকী উপলক্ষে শুক্রবার তেহরানে অনুষ্ঠিত লাখো মানুষের সমাবেশে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা।’ যে কোন হুমকিদাতার হুমকির জবাব দেয়ার সামর্থ্য ইরানের জনগণের রয়েছে বলেও তিনি দাবি করেন। রুহানি বলেন, ইরানের সরকার বা এর সশস্ত্র বাহিনীকে কেউ হুমকি দিলে তার জেনে রাখা উচিত পুরো দেশ সদা জাগ্রত অবস্থায় রয়েছে।’ রুহানির এ বক্তব্যের বিষয়ে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘তিনি সতর্কভাবে কথা বললে ভাল করবেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইরানের বিরুদ্ধে স্বর চড়া করেছেন। তিনি এরই মধ্যে তেহরানের ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আগামী দিনগুলোতে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে পারে বলে তার ঘনিষ্ঠ মহল ইঙ্গিত দিয়েছে। তবে ওয়াশিংটন তেহরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি বাতিল করে দেয়ার মতো সিদ্ধান্ত নিতে ইচ্ছুক নয় বলে জানা গেছে। ওই চুক্তি বলে ইতোপূর্বে আরোপিত নিষেধাজ্ঞাগুলোর বোঝা হাল্কা করার সুযোগ পেয়েছে ইরান। রুহানি বলেন, শুধু আত্মরক্ষার স্বার্থে সামরিক সক্ষমতা শক্তিশালী করছে তার দেশ। তিনি আরও বলেন, ইরান এখন পর্যন্ত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়নি এবং ভবিষ্যতেও এ ধরনের কোন পরিকল্পনা তার দেশের নেই। ইরানের ইসলামী বিপ্লবের ৩৮তম বিজয়বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত বিদেশী রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন রুহানি। তিনি জানান, ইরানের সামরিক শক্তি শুধু দেশের প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হচ্ছে। প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান কখনও অন্য দেশে আগ্রাসন চালায়নি এবং ভবিষ্যতেও চালানোর ইচ্ছা পোষণ করে না। কাজেই ইরানের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা মেনে নেয়া যায় না।
×