ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোরিয়ান ইপিজেডে ৩ লাখ লোকের কর্মসংস্থানের সম্ভাবনা

প্রকাশিত: ০৫:১৫, ১২ ফেব্রুয়ারি ২০১৭

কোরিয়ান ইপিজেডে ৩ লাখ লোকের কর্মসংস্থানের সম্ভাবনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) প্রায় ৩ লাখ লোকের কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর মধ্যে ১ লাখ লোকের কর্মসংস্থান হবে সরাসরি। এ ইপিজেডে ১২০ কোটি মার্কিন ডলার বা ৯ হাজার ৫৮১ কোটি টাকা বিদেশী বিনিয়োগ হয়েছে। কেইপিজেডের প্রেসিডেন্ট জাহাঙ্গীর সাদত বলেন, সরকার এবং স্থানীয় জনগণের সহায়তায় আমরা শীঘ্রই কার্যক্রম শুরু করতে পারব। তিনি বলেন, চট্টগ্রামের আনোয়ারায় এটি অবস্থিত। এতে আধুনিক সবুজ পরিবেষ্টিত পরিবেশবান্ধব একটি কারখানা স্থাপনের জন্য ১ কোটি বর্গফুট ফ্লোর থাকবে। শিল্প, জোন সাপোর্ট সেবা স্থাপনা, সড়ক, বিদ্যুত নেটওয়ার্ক, প্লানটেশন, জলাশয় এবং উন্মুক্ত স্থানের মতো ইউটিলিটি সেবার জন্য কেইপিজেডের ২ হাজার ১৫০ একরের বেশি জমির উন্নয়ন করা হয়েছে। সূত্র জানায়, কেইপিজেডে ২৫টি কারখানা ভবন নির্মাণ করা হয়েছে। এতে প্রায় ৩০ লাখ বর্গফুট ফ্লোর রয়েছে। এ বছরের মধ্যে ৪২ লাখ বর্গফুট ফ্লোরের জন্য একটি পলিস্টার কমপ্লেক্স নির্মাণ করা হবে। পরিবেশ মন্ত্রণালয়ের দেয়া ছাড়পত্রের শর্তানুযায়ী ৩৩ শতাংশ ভূমি বৃক্ষায়নের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এছাড়া ১৯ শতাংশ ভূমি উন্মুক্ত ও জলাশয়ের জন্য রাখা হয়েছে। কেইপিজেডের ৪৮ শতাংশ ভূমি (১২০০ একর) কারখানা, ইউটিলিটি, সড়ক, এ্যাকোমোডেশন, হাসপাতাল, স্কুল এবং অন্যান্য সুযোগ-সুবিধার জন্য রাখা হয়েছে। কেইপিজেড কর্তৃপক্ষ সরকারি নির্দেশনা অনুযায়ী জোনটি উন্নয়ন করেছে। সড়ক, ইউটিলিটি এবং অন্যান্য সুবিধাদির জন্য ভূমি ব্যবহারের পর ৩০ শতাংশ ব্যবহারযোগ্য ভূমি অর্থাৎ ৮৪০ একর জমি শিল্প স্থাপনের জন্য ব্যবহৃত হবে। এখন বাকি ৪০০ একর জমি উন্নয়নের জন্য আমাদের আর মাত্র দুটি শুষ্ক মৌসুমের প্রয়োজন। এ পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে এবং আরও নতুন ৪.৯ কিলোমিটার সড়ক নির্মাণাধীন রয়েছে। ইতোমধ্যে ১৬ কিলোমিটার ৩৩ কেভি এবং ১১ কেভি ওভারহেড ইলেকট্রিক লাইন নির্মাণ করা হয়েছে। কেইপিজেডে বর্তমানে ১৭ হাজারের বেশি শ্রমিক কাজ করছে। এদের অধিকাংশই স্থানীয় লোক। প্রতিদিন নতুন শ্রমিক নিয়োগ দেয়া হচ্ছে। জাহাঙ্গীর সাদত বলেন, জোনটি পুরোদমে পরিচালনার জন্য আরও ১ লাখের অধিক শ্রমিক নিয়োগ দেয়া হবে। কেইপিজেডের নির্বাহী পরিচালক মোঃ শাহজাহান বলেন, গত নবেম্বরের পর থেকে তিনটি নকশা উন্নয়ন কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। পাশাপাশি আগামী জুনে ৬টি চারতলাবিশিষ্ট আরসিসি কারখানা ভবনের নির্মাণকাজ শুরু হবে। ২০১৯ সালের মধ্যে জোনটি ১ কোটি বর্গফুট এলাকা হবে। কেইপিজেডের গেস্ট হাউস-১-এর নির্মাণকাজ প্রায় শেষ হওয়ার পথে। এতে থাকছে ৯৬টি কক্ষ, সম্মেলন হল, বিজনেস ও যোগাযোগ কেন্দ্র। সমান সুযোগ-সুবিধাসহ গেস্ট হাউসের দ্বিতীয় ইউনিটটি নির্মিত হচ্ছে। জোনে ১২টি মহিলা ডরমেটরি নির্মিত হবে। এর মধ্যে তিনটির নির্মাণকাজ চলছে। এতে ৫ হাজার ১৮৪ জন নারী শ্রমিকের থাকার ব্যবস্থা হবে। কেইপিজেডে গ্রীন জোন গড়ে তুলতে কম্পাউন্ডের মধ্যে প্রায় ২০ লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। ২০১৬ সালে ৭০ হাজার গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ১২৯ একর জমিতে জলাশয় তৈরি করা হয়েছে। কেইপিজেড কর্তৃপক্ষ ১৯৯৯ সালে ৬৫ কোটি টাকা দিয়ে সরকারের কাছ থেকে এই জমি অধিগ্রহণ করে। চট্টগ্রামের জেলা প্রশাসক ১৯৯৯ সালে ৩ আগস্টে কেইপিজেড কর্তৃপক্ষের কাছে জমি হস্তান্তর করেন এবং ২০০৯ সালে পরিবেশ ছাড়পত্র পায়।
×