ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৪শ’ কোটি টাকার বন্ড ছাড়বে শাহজালাল ইসলামী ব্যাংক

প্রকাশিত: ০৫:১০, ১২ ফেব্রুয়ারি ২০১৭

৪শ’ কোটি টাকার বন্ড ছাড়বে শাহজালাল ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার মুদারাবা সাবওর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার সংস্থাটির ৫৯৭তম সভায় এই অনুমোদন দেয়া হয়। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে, শেয়ারে রূপান্তরযোগ্য নয় এবং মুদারাবা সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে পুরোপুরি বিলুপ্তি হবে। যা শুধু আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট হাউস, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং সাধারণ বিনিয়োগকারীগণ প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই ইউনিট কিনতে পারবে। বন্ডটির উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি টায়ার-টু এর মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এই বন্ডের ম্যানডেটেড লিড এ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার
×