ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দর বেড়েছে ১৮ খাতে

প্রকাশিত: ০৫:০৯, ১২ ফেব্রুয়ারি ২০১৭

দর বেড়েছে ১৮ খাতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) বেড়েছে ১৮ খাতে। অন্যদিকে দর কমেছে বাকি ২ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিরামিক খাতে। এই খাতে ৬ দশমিক ৬৫ শতাংশ দর বেড়েছে। এর পরে আর্থিক খাতে ৫ দশমিক ৯৩ শতাংশ দর বেড়েছে। অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ২ দশমিক ৯১ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ১৪ শতাংশ, প্রকৌশল খাতে ৩ দশমিক ১৮ শতাংশ, খাদ্য-আনুষঙ্গিক খাতে দশমিক ১২ শতাংশ, জ্বালানি-বিদ্যুত খাতে ১ দশমিক ৮৪ শতাংশ, সাধারণ বীমা খাতে ৩ দশমিক ৬৫ শতাংশ, জীবন বীমা খাতে ১ দশমিক ৯৯ শতাংশ, পাট খাতে ২ দশমিক ৬৮ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৬৬ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ২ দশমিক ৫৪ শতাংশ, কাগজ খাতে ৪ দশমিক ৫৪ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে ১ দশমিক ৯৬ শতাংশ দর বেড়েছে।
×