ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের চেতনায় একমুখী শিক্ষা ব্যবস্থা চালুর দাবি সাংস্কৃতিক জোটের

প্রকাশিত: ০৪:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০১৭

মুক্তিযুদ্ধের চেতনায় একমুখী শিক্ষা ব্যবস্থা চালুর দাবি সাংস্কৃতিক জোটের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ পাঠ্যপুস্তকে পরিবর্তনের প্রতিবাদে প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতি জোট। শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা এই সমাবেশে করে। সমাবেশে বক্তারা পাঠ্যপুস্তকে দ্বিমুখী নীতি প্রত্যাহার করে মুক্তিযুদ্ধের চেতনায় একমুখী শিক্ষাব্যবস্থা চালু করার দাবি করেন। সমাবেশ শেষে এক প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন সংলগ্ন গেটের কাছে এসে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক পরিবেশনা হয়। সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জোটের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, মফিদুল হক প্রমুখ। রামেন্দু মজুমদার পাঠ্যপুস্তকের যে পরিবর্তন হয়েছে তাকে ভয়াবহ আখ্যা দিয়ে বলেন, মাদ্রাসামুখী একমুখী শিক্ষার দিকেই আমরা যাচ্ছি। আগামী প্রজন্মকে নষ্ট করে দেয়ার জন্য এসব করা হয়েছে। হেফাজতের দাবির পরিপ্রেক্ষিতে সরকার পাঠ্যপুস্তকে পরির্বতন এনেছে। সরকারের বিনা অনুমোদনে কাজটি হয়নি মন্তব্য করে তিনি বলেন, একদিকে আমরা মুক্তিযুদ্ধের চিন্তার কথা বলব, অন্যদিকে পাঠ্যপুস্তকে আমরা এই অবস্থার সৃষ্টি করব। এই দ্বিমুখী নীতি চলতে পারে না। রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে সাড়াশব্দ করছে না উল্লেখ করে তিনি বলেন, তারা কি এ ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ মনে করছে না। তিনি ছাত্র সংগঠনগুলোকে পাঠ্যপুস্তকের পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। গোলাম কুদ্দুছ বলেন, আমরা এই সাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থা সমর্থন করি না। আমরা এই পরিবর্তনের পরিবর্তন চাই। আমাদের প্রত্যাশা ছিল দেশের ভবিষ্যত প্রজন্ম একটি অসাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থা পাবে। কিন্তু সম্প্রতি শিক্ষায় সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে। আমাদের এই প্রজন্মকে অসাম্প্রদায়িক না করতে পারলে আমাদের স্বাধীনতা অর্থহীন হবে। তাই শিক্ষায় অসাম্প্রদায়িক চেতনা ফিরিয়ে আনতে হবে। নাসির উদ্দিন ইউসুফ বলেন, শিক্ষার মূল উপকরণ হচ্ছে পাঠ্যসূচী। এই পাঠ্যবইয়ে যদি শিক্ষাটি ভুল হয়, তাহলে একটি শিশু ভুল মানুষ হিসেবে বড় হবে। তিন ধারার শিক্ষা পদ্ধতি বাতিল করে একমুখী শিক্ষা পদ্ধতি তৈরি করতে হবে। এর মাধ্যমে আগামী তরুণদের মধ্যে একটি বৃহৎ ঐক্য গড়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন। মফিদুল হক বলেন, দেশের মৌল আদর্শের বিরোধী মনোভাব শিক্ষায় আনা হয়েছে। এটি কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা বাংলাদেশকে সাম্প্রদায়িক হতে দিতে পারি না। শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকতা প্রত্যাহার করে পুরনো পাঠকে শিক্ষায় অন্তর্ভুক্ত করার আহ্বান করেন তিনি।
×