ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুখেই হবে এবার বাংলা টাইপ

প্রকাশিত: ০৪:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০১৭

মুখেই হবে এবার বাংলা টাইপ

বিডিনিউজ ॥ কম্পিউটিং জগতে বাংলা ভাষার ব্যবহার সম্প্রসারণে গবেষণা ও সহায়ক সফটওয়্যার উন্নয়নে ভাষার মাস ফেব্রুয়ারিতে একটি প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বাংলায় সরাসরি কথা থেকে লেখা বা লেখা থেকে কথায় রূপান্তরসহ এ প্রকল্পে কম্পিউটিং জগতে বাংলা ভাষার ব্যবহার সম্প্রসারণে ১৬টি ক্ষেত্রে কাজ করা হবে। ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ নামে এই প্রকল্পে খরচ ধরা হয়েছে ১৫৯ কোটি টাকা। প্রকল্পের পরিচালক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক এনামুল কবির জানান, ফেব্রুয়ারি মাস থেকেই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। ইতোমধ্যে গবেষক ও বিশেষজ্ঞ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, এর ফলে কথা বলে যন্ত্রের মাধ্যমে টাইপিং কাজ সম্পাদন করা যাবে, যা প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্যপ্রযুক্তি নিয়ে কাজের ক্ষেত্রে সুবিধা দেবে। শব্দের উচ্চারণ লিখিত আকারে প্রকাশ করতে আইপিএ (ইন্টারন্যাশনাল ফনেটিক এ্যাসোসিয়েশন) ফন্টের ব্যবহার হয়ে থাকে। আইপিএ’র সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলা আইপিএ ফন্ট উন্নয়ন করা হবে। এতে অভিধান প্রণয়নে এবং বিদেশী ভাষার ছাত্র-শিক্ষক, ভাষাবিদ, গায়ক, স্পিচ-ল্যাংগুয়েজ প্যাথলজস্টিদের প্রয়োজন মেটাবে, বলেন প্রকল্প পরিচালক। তথ্য-প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, এ প্রকল্পের উদ্দেশ্য মূলত কম্পিউটিং জগতে বাংলা ভাষার ব্যবহার সম্প্রসারণে কাজ শুরু করা। শূন্য থেকে এ কাজ শুরু করতে হচ্ছে। এই প্রকল্পের আওতায় বাংলা ভাষার জন্য কমন লোকাল ডেটা রিপোজিটরি উন্নয়ন করা হবে। ভাষার ইন্টারলাইজেশনের জন্য প্রমিত শব্দভাণ্ডার (যেমন বিদেশী শব্দ বা কারিগরি শব্দের সমার্থক বাংলা শব্দ) ইউনিকোড কনসোর্টিয়ামে জমা দিতে হয়। এর ফলে কম্পিউটিং জগতে বাংলার ব্যবহার সম্প্রসারণ, বাংলা সফটওয়্যার এবং অনুবাদ সফটওয়্যার উন্নয়নে সহায়ক হবে বলে জানান প্রকল্প পরিচালক। প্রকল্পের আওতায় বাংলা বানান ও ব্যাকরণ পরীক্ষার জন্য সফটওয়্যার তৈরি করা হবে। এর ফলে ভুল পরিহার করে বাংলায় সঠিক বানান ও ব্যাকরণের ব্যবহার হবে। মৌখিক ও লিখিত প্যারাগ্রাফ যন্ত্রের মাধ্যমে অনুবাদের জন্য বাংলা মেশিন ট্রান্সলেটর উন্নয়ন করা হবে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ভাষান্তরিত করতে সহায়ক হবে। স্ক্রিন রিডার সফটওয়্যার অর্থাৎ কম্পিউটিং যন্ত্রের স্ক্রিনে প্রদর্শিত তথ্য ও চিহ্নগুলো পাঠ করার সফটওয়্যারও তৈরি হবে, যাতে দৃষ্টি প্রতিবন্ধী বা পড়তে অক্ষম ব্যক্তিদের কম্পিউটিং যন্ত্র ব্যবহারও সহজ হয়। প্রকল্পের মেয়াদ তিন বছরের মধ্যে এসব কাজ শেষ করা সম্ভব হবে কি না- এ প্রশ্নে মোস্তাফা জব্বার বলেন, বাংলা ভাষার জন্য এটি অনেক বড় কাজ। মনে হয় না তিন বছরে সম্ভব হবে।
×