ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কানাডার আদালতে পদ্মা সেতুর দুর্নীতি মিথ্যে প্রমাণ প্রসঙ্গে মির্জা ফখরুল

‘কোথায় কী প্রমাণ হলো এটা আমাদের দেখার বিষয় নয়’

প্রকাশিত: ০৪:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০১৭

‘কোথায় কী প্রমাণ হলো এটা আমাদের দেখার বিষয় নয়’

স্টাফ রিপোর্টার ॥ নতুন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে কখনই নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবেন না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতোমধ্যেই তার দলীয় পক্ষপাত জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। কারণ সম্প্রতি পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ নেতারা নতুন প্রধান নির্বাচন কমিশনারকে শুভেচ্ছা জানিয়েছেন। তাই নতুন নির্বাচন কমিশনের নাম ঘোষণার পর আমরা যে বক্তব্য রেখেছিলাম, সেই সত্যই প্রমাণিত হয়েছে। শনিবার বিকেলে বাংলা একাডেমিতে একুশের গ্রন্থমেলায় তিন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বইমেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন সেগুলো হলোÑ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালামের স্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার ফাতেমা সালামের লেখা ‘সুন্দরী শূন্য’, দৈনিক ইনকিলাবের চীফ রিপোর্টার রফিক মুহাম্মদের ‘পাখির আশা পাখির বাসা’ ও আরটিভির সিনিয়র রিপোর্টার মাইদুর রহমান রুবেলের ‘ভূতের রাজ্য’। মির্জা ফখরুল বলেন, বইমেলায় এলেই মনে হয় ১৯৫২ সালের এই ভাষার মাসেই আমাদের মুক্তির সূচনাটি হয়েছিল। আমাদের অস্তিত্বের যে শিকড় তা এই মাসেই। এই বইমেলা নিঃসন্দেহে দেশের অগ্রগতির ক্ষেত্রে বিশেষ করে সাহিত্য ও সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। একটি গণতান্ত্রিক পরিবেশ, গণতন্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক চিন্তা-ভাবনার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। কিন্তু আমরা সেই গণতন্ত্রকে যখন হারিয়ে ফেলি, আমাদের বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা ও একত্রিত হওয়ার স্বাধীনতা যখন হারিয়ে যায়, তখন আবার সেই ৫২’র ভাষা আন্দোলনের কথাই বারবার মনে করি। এই মাসে আমরা আবার নতুন করে অনুপ্রাণিত হই, নতুন করে আমরা অধিকার ফিরে পাওয়ার জন্য সম্মিলিতভাবে শপথ গ্রহণ করি। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এসএনসি লাভালিনের তিন কর্মকর্তাকে খালাস দেয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, কোন আদালতের রায়ের বিরুদ্ধে আমরা কখনই কোন উক্তি করিনি। কোথায় কী প্রমাণ হলো এটা আমাদের দেখার বিষয় নয়। তখন দুর্নীতির অভিযোগ উঠেছিল, এটা নিয়ে কথা বলেছিলাম। বিশ্বব্যাংক এ প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। এদিকে, শনিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগরের বিমানবন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসিরউদ্দিন এবং রূপনগর থানা বিএনপি নেতা মোঃ মফিজকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর হয়েই বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করার মহোৎসব চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের নামে নতুন নতুন মামলা দায়ের ও কারান্তরীণ করা যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগরের বিমানবন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসিরউদ্দিন এবং রূপনগর থানা বিএনপি নেতা মোঃ মফিজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাই এ মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অপর এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ঢাকা মহানগরের বিমানবন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসিরউদ্দিন এবং রূপনগর থানা বিএনপি নেতা মোঃ মফিজকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবি করেছেন।
×