ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার বাস্তবে...

প্রকাশিত: ০৪:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০১৭

এবার বাস্তবে...

হেলিকপ্টার ও বিমান নয়, এবার আকাশে উড়বে গাড়ি। এতদিন ধরে রূপালি পর্দাতেই শুধু দেখা যেত যে গাড়ি হাওয়ায় উড়ছে। সেই গাড়ি চড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছেন নায়ক-নায়িকারা। এবার বাস্তবেই সেই উড়ন্ত গাড়ির দেখা মিলতে চলেছে। ক্যাব পরিচালনা সংস্থা উবের আনছে এই গাড়ি। এ বিষয়ে ইতোমধ্যে নাসার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে উবের কর্তৃপক্ষ। নাসার বিজ্ঞানী মার্ক মুরে উবেরের এই প্রকল্পে কাজ করবেন। গত ৩০ বছর ধরে তিনি নাসার সঙ্গে যুক্ত রয়েছেন। এতদিন তিনি এ ধরনের উড়ন্ত যানবাহন নিয়েই কাজ করছেন। খবরে বলা হয়েছে মূলত যানজট এড়াতে ও দ্রুত গন্তব্যে পৌঁছতে এই গাড়ির ব্যবহার বাড়বে। এতে পরিবহন ব্যয় হবে অনেক কম। আর পরিবেশ দূষণের মাত্রাও রাজপথে চলার গাড়ির তুলনায় কম হবে। আপাতত যুক্তরাষ্ট্রে এই গাড়ির চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে। খবরে বলা হয়েছে খুব শীঘ্রই এই উড়ন্ত গাড়িতে চেপে গন্তব্যে পৌঁছানো যাবে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি সারাবিশ্বের মানুষ এই গাড়ি দেখার জন্য মুখিয়ে রয়েছে। Ñব্লুমবার্গ অবলম্বনে
×