ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাছ ধরার ট্রলার থেকে ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার ॥ আটক ৯

প্রকাশিত: ০৪:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০১৭

মাছ ধরার ট্রলার থেকে ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার ॥ আটক ৯

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ গভীর সমুদ্রে মাছ ধরার একটি ট্রলার থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৫ লাখ ইয়াবা উদ্ধার ও ৫ মিয়ানমার নাগরিকসহ ৯ ইয়াবা বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শুক্রবার গভীর রাতে এ অভিযানটি পরিচালনা করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। আটককৃতদের মধ্যে রয়েছে-কক্সবাজার শহরের দক্ষিণ রোমালিয়ারছড়ার আবু বকরের পুত্র ইয়াবা চালানের মালিক মোঃ সুলতান আহম্মদ, খাগড়াছড়ি রামগড় থানার মালবাগান এলাকার মৃত শামসুল হকের পুত্র মোঃ মিজানুর রহমান, লক্ষ্মীপুর রামগতি এলাকার সুজন গ্রামের আবদুল মতলবের পুত্র আব্দুর রউফ, রংপুর মিঠাপুকুরের গয়েশ্বর এলাকার আবদুল গফুরের পুত্র মোঃ রাজ্জাক মিয়া। মিয়ানমারের নাগরিকরা হচ্ছে-দেশটির মড়– মুন্সিপাড়ার নুর বশরের পুত্র মোঃ জাহাঙ্গীর, আবদুর রাজ্জাকের পুত্র মোঃ ওসমান গণি উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকার নুর মোহাম্মদের পুত্র মোঃ হাবিবুল্লাহ, আবদুল্লাহর পুত্র জাহিদ হোসেন, সৈয়দ হোসনের পুত্র মো: আবদুল হামিদ। শনিবার দুপুরে র‌্যাব-৭ কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব ৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি চৌকস দল গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে। সময় কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের সহায়তায়। এফবি জানিবা খালেদা (১) ট্রলারটি তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ ৮ জনকে আটক করা হয়। ধৃতদের দেয়া তথ্য মতে উদ্ধার হওয়া ইয়াবা চালানের মালিক মোঃ সুলতান আহম্মদকে ৫০ হাজার পিস ইয়াবাসহ তার বাসা থেকে আটক করা হয়েছে। সুলতান আহম্মদ একজন মাছ ব্যবসায়ী। তার দুটি ট্রলারও রয়েছে। তবে মাছ ব্যবসার আড়ালে সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে র‌্যাবের কাছে।
×