ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভ্রাম্যমাণ আদালত ১১০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা, জরিমানা

প্রকাশিত: ০৪:১৪, ১২ ফেব্রুয়ারি ২০১৭

ভ্রাম্যমাণ আদালত  ১১০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা, জরিমানা

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিআরটিএর ৩টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ঢাকার বিভিন্ন স্থানে ফুটপাথ দিয়ে মোটরসাইকেল চালানো এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অভিযোগে ১১০ চালকের বিরুদ্ধে ১১০টি মামলায় ৯২,২৫০ টাকা জরিমানা আদায় করেছে। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মহানগরীর আগারগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাথ দিয়ে মোটরসাইকেল চালানো, লাইসেন্স ও হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানো এবং একের অধিক আরোহী বহন করার অভিযোগে ৪৯ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে ৪৯টি মামলায় ৪৪,৯০০ টাকা জরিমানা করে। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মহানগরীর আরামবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাথ দিয়ে মোটরসাইকেল চালানো, লাইসেন্স ও হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানো এবং একের অধিক আরোহী বহন করার অভিযোগে ৩৭ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে ৩৭টি মামলায় ২৫,৪৫০ টাকা জরিমানা করে। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিবুর রহমানের নেতৃত্বে অপর ভ্রাম্যমাণ আদালত রমনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাথ দিয়ে মোটরসাইকেল চালানো, লাইসেন্স ও হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানো এবং একের অধিক আরোহী বহন করার অভিযোগে ২৪ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে ২৪টি মামলায় ২১,৯০০ টাকা জরিমানা করে।-বিজ্ঞপ্তি
×