ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এআইইউবির সমাবর্তনে শিক্ষামন্ত্রী নাহিদ

ন্যূনতম শর্ত পূরণে ব্যর্থ বেসরকারী ভার্সিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

প্রকাশিত: ০৪:১৪, ১২ ফেব্রুয়ারি ২০১৭

ন্যূনতম শর্ত পূরণে ব্যর্থ বেসরকারী ভার্সিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত ন্যূনতম শর্ত পূরণে ব্যর্থ বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সমাবর্তনে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি একই সঙ্গে বলেন, উচ্চশিক্ষার মান বৃদ্ধির জন্য ‘এ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন’ রবিবার (আজ) সংসদে উত্থাপন করা হবে। এদিকে সমাবর্তানে রামপাল বিদ্যুত কেন্দ্র নিয়ে শোনা কথায় বিশ্বাস না করে তথ্য ঘেঁটে সঠিক বিষয়টি উপলব্ধি করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। সমাবর্তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং এআইইউবির উপাচার্য ড. কারমেন জেড ল্যামাগনা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক উপস্থিত ছিলেন। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। বেসরকারী এ বিশ্ববিদ্যালয়ের উত্তরা ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তনে বিভিন্ন অনুষদের দুই হাজার ৯৬০ জন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র-ছাত্রীকে সনদপত্র দেয়া হয়। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরও শক্তিশালী ও কার্যপোযোগী করার লক্ষ্যে উচ্চশিক্ষা কমিশন আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উচ্চশিক্ষার মান আরও বৃদ্ধির লক্ষ্যে এ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে আছে। এ আইনটি আগামীকাল (আজ) আমি অনুমোদনের জন্য জাতীয় সংসদে উত্থাপন করব। মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সহযোগিতায় উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে উঁচুমানের গবেষণা পরিচালনার ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আওতাধীন আর্থিকভাবে দুর্বল ও দুর্দশাগস্ত সকল গবেষণা সংস্থা, ইনস্টিটিউট ও অধীনস্থ প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং মৌলিক, প্রায়োগিক গবেষণার জন্য উন্মুক্ত ও গবেষণা পরিচালনার মতো যোগ্য শিক্ষক মনোনয়নের সুযোগ থাকবে। আমরা সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে কোন পার্থক্য করি না। সকলেই আমাদের সন্তান। সকলের জন্য আমরা মানসম্মত শিক্ষা এবং সকল সুযোগ নিশ্চিত করতে চাই। কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশিদিন চলতে পারবে না। শর্ত মানতে ব্যর্থ হওয়া বিশ্ববিদ্যালয়ের মালিকদের উদ্দেশে তিনি বলেন, যে সকল বেসরকারী বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনও যাননি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন, তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে অন্য আইনী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া দেশের বাস্তবতা ও জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে ভর্তি ও টিউশন ফিসহ শিক্ষার্থীদের কাছ থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের লাগামহীন অর্থ আদায় বন্ধ করে নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। সমাবর্তন বক্তার বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সাফল্য দেখিয়েছে। বিশেষ করে তারা প্রাথমিক ও মাধ্যমিক ছাত্র-ছাত্রীর দিকে থেকে সমতা অর্জন করেছে। ভারত ও বাংলাদেশ তরুণদের দেশ। আজকে যারা সমাবর্তনে গ্র্যাজুয়েট হয়ে ডিগ্রী পেয়েছেন তাদের সবাই তরুণ। তরুণদের তাদের নিজেদের জন্য ভাবতে হবে। যা হতে ইচ্ছুক সেটা করতে হবে। এর মাধ্যমে তারা সমাজ, দেশ ও বিশ্বের প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারবে। ভারতীয় হাইকমিশনার আরও বলেন, গত পাঁচ বছরে বাংলাদেশের বিদ্যুত স্বল্পতা অনেকাংশে কেটে গেছে। তবে বাংলাদেশকে নিজস্ব বিদ্যুত উৎপাদনে আরও সক্ষমতা বাড়াতে হবে। বাগেরহাট জেলার রামপালে পাওয়ার প্লান্ট স্থাপন নিয়ে মানুষ কথা বলছে এবং বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য দেয়া হচ্ছে। তবে তরুণ প্রজš§কে শোনা কথায় বিশ্বাস না করে তথ্য ঘেঁটে সঠিক বিষয়টি উপলব্ধি করার আহ্বান জানান তিনি। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পাবলিক সায়েন্স বিষয়ক সেমিনার ॥ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আফতাবনগরে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে “পাবলিক সায়েন্স” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসানের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থ বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম জাহিদ হাসান। সেমিনারে তিনি জীবনের উৎপত্তি, বিবর্তন ও মেটা ফিজিক্সের বিভিন্ন বিষয়ের ওপর তাঁর উপস্থাপনা তুলে ধরেন।
×