ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহজালালে বিদেশগামী ৭৪ বাংলাদেশী আটক

প্রকাশিত: ০৮:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০১৭

শাহজালালে বিদেশগামী ৭৪ বাংলাদেশী আটক

স্টাফ রিপোর্টার ॥ হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিদেশগামী অবৈধ ৭৪ জন যাত্রীকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের পাসপোর্টও জব্দ করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর আর্মড পুলিশের (এপিবিএন) সহায়তায় তাদের আটক করা হয়। আর্মড পুলিশের অধিনায়ক রাশেদুল ইসলাম খান জানান, আগাম তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। তিনি বলেন, সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৫১ ফ্লাইটে দুবাই যাবার কথা ছিল তাদের। এরপর চাকরির জন্য কেনিয়ার নাইরোবি যাওয়ার কথা বলে দাবি করছে তারা। কেনিয়ায় অন-এ্যারাইভাল ভিসা পাওয়া যায় বলে প্রথমে তাদের সন্দেহ হয়নি। পরে তাদের থেকে জানা যায়, তারা দুবাইয়ে বিমানবন্দরে ৩/৪ দিন অবস্থান করবে। সেখানের ভিসা নেই। থাকার মতো কোন জায়গায় নেই। বিদেশে যাওয়ার বৈধ কোন কাগজপত্র তাদের কাছে না থাকায় পাসপোর্ট জব্দ করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । প্রতারক চক্রের সদস্যরা এরই মধ্যে তাদের কাছ থেকে তিন থেকে চার লাখ টাকা করে রেখেছে বলে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, দুবাই থেকে উন্নত চাকরি দেয়ার কথা বলে লিবিয়াসহ মধ্য প্রাচ্যের কয়েকটি দেশে তাদের অবৈধভাবে নেয়ার কথাও ছিল। এ সম্পর্কে অধিনায়ক রাশেদুল ইসলাম বলেন, দরিদ্র পরিবারের সদস্যদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে প্রতারক চক্র তাদের বিদেশে নিতে চেয়েছিল। তাদের আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় তথ্য নিয়ে পরিবারের কাছে যেতে দেয়া হবে। তথ্য সংগ্রহ করে প্রতারক চক্রের সদস্যদেরও আটক করা হবে জানিয়ে ইমিগ্রেশন পুলিশের বিশেষ সুপার মাহবুবুর রহমান বলেন, এখন বিমানবন্দরে কড়া নজরদারি থাকায় এ ধরনের যাত্রী ধরা পড়ছে।
×