ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মায় দুই ভার্সিটি শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ০৮:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০১৭

পদ্মায় দুই ভার্সিটি শিক্ষার্থী নিখোঁজ

সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) ॥ দোহারের মৈনট ঘাটের অদূরে পদ্মা নদীর মধ্যবর্তী চরে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিকের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ দুই শিক্ষার্থীর নাম মিজানুর রহমান মিন্টু ও শাওন সরকার। তারা দু’জনেই ওই বিশ্ববিদ্যালয়ে ফার্মগেট ক্যাম্পাসের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকা থেকে ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিক ফার্মগেট শাখার কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ৩৪ জন শিক্ষার্থী নিজ উদ্যোগে বাসযোগে দোহারের মৈনট পদ্মাপাড়ে পিকনিকে আসেন। দুপুরের দিকে তারা ট্রলার নিয়ে নদীর মাঝে জেগে উঠা চরে ঘুরতে যান। চরটি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার মধ্যে পড়েছে। ওই চরে আগে থেকেই ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ফুটবল খেলছিলেন। একপর্যায়ে তাদের সঙ্গে ফুটবল খেলায় যোগ দেন মিজানুর রহমান ও শাওন সরকার। বিকেলে ফুটবল খেলার একপর্যায়ে বল নদীতে চলে যায়। বল উঠিয়ে আনতে মিজান ও শাওনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নদীতে নামেন। একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’জন পানি থেকে উঠে এলেও মিজান ও শাওন পানির স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম, আল-আমিন, দোহার ও চরভদ্রাসন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। রাত ১০টার দিকে ট্রলারযোগে ওই চর থেকে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করেন।
×