ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব চান বি চৌধুরী

প্রকাশিত: ০৮:১৮, ১১ ফেব্রুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রীর কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব চান বি চৌধুরী

বিডিনিউজ ॥ দশম সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাব আগামী নির্বাচন সামনে রেখে প্রত্যাশা করেছেন বিকল্প ধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ২০১৩ সালে প্রধানমন্ত্রীর ওই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভুল করেছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে বি চৌধুরী বলেন, ‘আপনার শেষ নির্বাচন যতই প্রশ্নবিদ্ধ হোক না কেন, আপনি ম্যাটার অব ফ্যাক্ট- ইউ আর দ্য প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ। আপনার কথা কি পচে যায়, বাসী হয়ে যায়? নো, এ প্রাইম মিনিস্টার স্টেটসম্যান ক্যান নেভার। “আপনি বঙ্গবন্ধুর কন্য। শাহ আজিজ সাহেব তখন প্রধানমন্ত্রী ছিলেন, আমাকে নিজে বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু আমার জেলখানায় খোঁজ-খবর নিতেন। এরকম মানুষের কন্যা যিনি তার সৎ সাহস থাকা উচিত। সে হিসেবে আমরা আপনাকে অনুরোধ করব- আপনি আবার সেই প্রস্তাবটি দেন।
×