ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অন্য রকম

প্রকাশিত: ০৭:০২, ১১ ফেব্রুয়ারি ২০১৭

অন্য রকম

টেডি বিয়ার ডে! ভালবাসার উপহার হিসেবে টেডি বিয়ার দারুণ জনপ্রিয়। ছোট-বড় সবারই পছন্দ টেডি বিয়ার। ১৯০২ সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে শিকারে গিয়ে প্রেসিডেন্ট রুজভেল্ট কিছু না পেলে তার সঙ্গীরা ছোট একটি ভালুকছানা নিয়ে আসেন। কিন্তু গাছের সঙ্গে বেঁধে রেখে ভালুকছানার ওপর গুলি চালাতে পারেননি রুজভেল্ট। রুজভেল্টের এ ঘটনা ড্রইং দ্য লাইল ইন মিসিসিপি কার্টুনে তুলে ধরেন কার্টুনিস্ট ক্লির্ফড বেরিম্যন। সেই কার্টুন দেখে অনুপ্রাণিত হয়ে ব্রুকলিনের খেলনার দোকানের মালিক মরিস মিচম বানিয়ে ফেলেন টেডি বিয়ার। তবে তা বিক্রি করার জন্য নয়। কিন্তু খদ্দেররা দোকানে ঢুকে টেডি বিয়ারই কিনতে চান। মিচম পরে রুজভেল্টের কাছে গিয়ে অনুমতি নিয়ে টেডি বিয়ার বিক্রি শুরু করেন। পরের বছর ১৯০৩ সালে মিচম প্রতিষ্ঠা করেন আইডিয়াল নোভেলটি এ্যান্ড টয় কোম্পানি। একই সময়ে জার্মানিতে মারগারেট স্টিফ নামে এক ব্যক্তি টেডি বিয়ার তৈরি করেন। তার পর থেকে প্রতি বছর ১০ ফেব্রুয়ারি টেডি বিয়ার ডে পালন হয়ে আসছে। Ñওয়েবসাইট প্রজাপতির জন্য হুমকি! মেক্সিকোয় এ বছর শীতে রাজকীয় প্রজাপতিদের সংখ্যা এক-চতুর্থাংশ কমে গেছে। এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়াল তৈরির প্ররিকল্পনা প্রভাব ফেলতে পারে বলে মেক্সিকান কর্মকর্তারা জানিয়েছেন। প্রজাপতিগুলো কানাডা থেকে মেক্সিকোয় শীতের সময় পাড়ি জমায়। কমলা ও কালো রঙের প্রজাপতিগুলো দুই দশমিক ৯১ হেক্টরের (সাত দশমিক ২ একর) পাইন ও দেবদারু বনজুড়ে ছিল। গত বছর ঠা-া ও তুষারের জন্য প্রজাপতিগুলো এক হাজার হেক্টরের মধ্য পার্বত্যাঞ্চলের বনে শীতের সময়টিতে কানাডা ও যুক্তরাষ্ট্র হয়ে চার হাজার কিলোমিটার (দুই হাজার পাঁচ শ’ মাইল) পাড়ি দিয়ে মেক্সিকো ও মিচোআকার এলাকায় আসত। কর্মকর্তারা জানান, ট্রাম্পের মেক্সিকো সীমান্তে তিন হাজার কিলোমিটারজুড়ে দেয়াল নির্মাণ প্রজাপতিদের বেঁচে থাকায় হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে। Ñএএফপি কাঁচবন্দী আইফেল টাওয়ার... ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারটির চারদিকে আট ফুট উঁচু কাঁচের দেয়াল দিয়ে ঘিরে রাখার পরিকল্পনা হাতে নিয়েছে ফরাসী সরকার। এ বছরের শেষের দিকে প্রাচীর তৈরি করা হবে। সন্ত্রাসী হামলা থেকে রক্ষা করতে কাজটি করা হচ্ছে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে দুই কোটি ইউরো (দুই কোটি দশ লাখ মার্কিন ডলার)। Ñবিবিসি সৈকতে ভেসে এলো তিমি! নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ফেয়ারওয়েল স্পিট সৈকতে প্রচ- ঢেউয়ের তোড়ে শত শত তিমি ভেসে এসেছে। উদ্ধারকারীরা চার শ’র বেশি পাইলট তিমিকে জীবিত উদ্ধারের পর পরিচর্যা করে তাদের আবার সমুদ্রে ফেরত পাঠিয়েছে। এক রাতে প্রায় তিন শ’ তিমি মারা গেছে। শুক্রবার সকাল থেকে শত শত স্থানীয় ও সংরক্ষণ কর্মকর্তা মানববন্ধন তৈরি করে তিমিগুলোকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। কী কারণে তিমিগুলে সৈকতে চলে আসছে তার স্পষ্ট কোন কারণ এখনও বিজ্ঞানীরা জানতে পারেননি। Ñবিবিসি
×