ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বন্ধে আদালতের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৭:০২, ১১ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বন্ধে আদালতের নিষেধাজ্ঞা

বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বন্ধে কেনিয়া সরকারের নির্দেশকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করেছে সে দেশের উচ্চ আদালত। বৃহস্পতিবার আদালত এক রুলিংয়ে এ ঘোষণা দিয়েছে। খবর ইয়াহু নিউজের। গত বছর দাবাব শরণার্থী শিবিরটি জোর করে খালি করার নির্দেশ দেয় সরকার। এই শিবিরটিতে ২ লাখ ৬০ হাজার সোমালীয় শরণার্থী রয়েছে। আগামী মে মাসের মধ্যে এটি বন্ধ করার কথা। তবে এর আগেই কেনিয়ার উচ্চ আদালত সরকারের এ নির্দেশকে অবৈধ ঘোষণা করল। বিচারক জন মাতিভো রায়ে বলেছেন, কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সোমালিয়া সীমান্তবর্তী শিবিরটি বন্ধের নির্দেশ দিয়ে তার ক্ষমতার অপব্যবহার করেছেন। শিবিরটি বন্ধ করলে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের সঙ্গে কোন আলোচনা ছাড়াই এ নির্দেশ দেয়া হয়েছে, যা কেনিয়ার সংবিধানের স্পষ্ট লঙ্ঘন।
×