ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উন্নত প্রশিক্ষণের জন্য ॥ ভারত যাচ্ছেন ১৬ কুস্তিগীর

প্রকাশিত: ০৬:২৬, ১১ ফেব্রুয়ারি ২০১৭

উন্নত প্রশিক্ষণের জন্য ॥ ভারত যাচ্ছেন ১৬ কুস্তিগীর

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ সালে ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) দ্বাদশ আসরে বাংলাদেশের কুস্তিগীররা মোট ১০টি পদক অর্জন করেছিল। নারী কুস্তিগীররা ৩ রৌপ্য ও ৫ তাম্র এবং পুরুষ কুস্তিগীররা লাভ করেছিল ২ তাম্রপদক। ওই গেমস চলাকালে আসামের হোটেল তাজ ইন্টারন্যাশনালে সাউথ এশিয়ান কুস্তি ফেডারেশনের এক সভা অনুষ্ঠিত হয়েছিল। তাতে বাংলাদেশের কুস্তির উন্নয়নে ভারতের কাছে দীর্ঘমেয়াদী বাংলাদেশের কুস্তিগীরদের উন্নত প্রশিক্ষণ দেয়ার আবেদন জানিয়েছিলেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান। তার আবেদনের প্রেক্ষিতে ইন্ডিয়ান রেসলিং ফেডারেশন বাংলাদেশের ১৬ কুস্তিগীরকে এক বছরের জন্য উন্নত প্রশিক্ষণ প্রদানের জন্য বাংলাদেশ রেসলিং ফেডারেশনকে চিঠির মাধ্যমে জানিয়েছে। ভারতগামী কুস্তিগীররা হলেন : বিজিবি‘র গ্যানেশ্বর দেওয়ান চাকমা, উজ্জ্বল মিয়া, মেজবাহ উল মোকারম, শাহীনুর ইসলাম, আব্দুর রশিদ, আল রাজীব, অংকু চাকমা, নুরুল ইসলাম, এসএম মোকারম হোসেন, সিরাজুল ইসলাম; আনসারের আনোয়ার হোসেন, আলী আমজাদ; সেনাবাহিনীর চন্দ্র লাল, মাহফুজ হোসেন, এবং পুলিশের কামরুজ্জামান। বাইরের দেশে বছরব্যাপী অনুশীলন পাওয়ার সুযোগ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই প্রথম। ভারত বাংলাদেশের কুস্তিগীরদের অনুশীলনের পাশাপাশি থাকা, খাওয়া, স্থানীয় যাতায়াত ব্যবস্থা, চিকিৎসা সেবা প্রদান করবে। তবে ভারতে কুস্তিগীরদের যাওয়ার জন্য যাতায়াত খরচ বহন করতে হবে বাংলাদেশকে। আগামী ১ মার্চ থেকে বাংলাদেশের কুস্তিগীরদের অনুশীলন শুরু হবে উত্তর প্রদেশের নবাবগঞ্জ গনদার নান্দিনী নগর স্পোর্টস কমপ্লেক্সে। বাংলাদেশ দল অনুশীলনের জন্য ভারতে রওনা হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। এরআগে এতদিন বাইরের দেশে কোন ফেডারেশন তার খেলোয়াড়দের অনুশীলনের ব্যবস্থা করে দিতে পারেনি। এক বছর প্রশিক্ষণ পাওয়া এই ১৬ জনের মধ্য থেকে বাছাই করে আগামী এসএ গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দলগঠন করা হবে। ভারত এরপর বাংলাদেশ থেকে ৮-১০ বছর বয়সী ছেলেদের পাঁচ বছর মেয়াদে বিকেএসপির মতো প্রশিক্ষণ দেবে। আগামী এসএ গেমসের আগে চার মাসব্যাপী মেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। ভারতের কাছ থেকে দীর্ঘমেয়াদী এই প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের কুস্তিগীররা নিজেদের শাণিত করতে পারলে আগামীতে এসএ গেমস বা যে কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করবে বলে মনে করছেন ক্রীড়ামোদীরা। এদিকে ভারতে বছরব্যাপী উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ দল পাঠানোর খরচের জন্য কুস্তি ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের কাছে প্রয়োজনীয় অর্থ চেয়ে ইতোমধ্যেই আবেদন করেছে। এই দুই সংস্থা যদি টাকা না দেয় তাহলে ফেডারেশনই খেলোয়াড়দের যাতায়াত খরচ বহন করবে। এছাড়া এক বছরের মধ্যে যদি কোন আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সে প্রতিযোগিতায় যদি বাংলাদেশ দল অংশ নেয়, তাহলে প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়রা ভারত থেকে এসে বাংলাদেশ দলে অংশ নেবে। আর বাংলাদেশ দলের জন্য যদি এই ১৬ কুস্তিগীরকে প্রয়োজন না হয় তাহলে তারা বছরব্যাপী ভারতেই উন্নত প্রশিক্ষণ গ্রহণে ব্যস্ত থাকবেন।
×