ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে বইমেলা

প্রকাশিত: ০৬:১৮, ১১ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রামে বইমেলা

বাঙালীর প্রাণের মেলা ‘অমর একুশে গ্রন্থমেলা’। আর গ্রন্থমেলা বললেই চোখে ভেসে আসে রাজধানীর বইমেলার কথা। যেখানে নতুন বইয়ের ঘ্রাণ পাওয়া যায় মোড়ক উন্মোচনের পরপরই। সঙ্গে থাকে দেশ বরেণ্য লেখকদের অটোগ্রাফসহ বই কেনার সুযোগ। সঙ্গে লেখকের সঙ্গে একটি সেলফি যেন না তুললেই নয়। রাজধানীর মতো এমন জাঁকজকম না হলেও চট্টগ্রামেও নিয়মিত আয়োজিত হয়ে আসছে বইমেলার। তারই ধারাবাহিকতায় এবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত হবে অমর একুশে বইমেলা। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মুসলিম হল প্রাঙ্গণে বসবে প্রাণের এ মেলা। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ উৎসব। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চট্টগ্রামের এ আয়োজনে মূলত চট্টগ্রামের প্রকাশনগুলোই অংশ নেয়। তবে ঢাকার কিছু প্রকাশনও অংশ নেয় প্রতিবছর। ১৪ দিনের এ উৎসবে এবারও চট্টগ্রামের প্রকাশনগুলোর পাশাপাশি ঢাকারও বেশ কিছু প্রকাশনের অংশ নেয়ার কথা রয়েছে। প্রতিবছরই বেশ ঘটা করে উদ্বোধন করা হয় এ মেলার। মুসলিম হলসংলগ্ন এই মেলাকে কেন্দ্র করে দর্শক, পাঠক, লেখকদের প্রতি বছরই আলাদা আকর্ষণ কাজ করে। নতুন নতুন লেখকদের বইসহ পুরনো লেখকদের বই স্থান পায় প্রতিটি স্টলে। শিশুতোষ, মুক্তিযুদ্ধ বিষয়ক, রাজনীতি, উপন্যাস, কবিতাসহ সায়েন্সফিকশন ধরণের বই স্থান পায় এই মেলায়। গতবছর মেলাতে বেশ ভাল বিকিকিনি হওয়ায় এবারও মেলাকে ঘিরে লেখক প্রকাশকদের মধ্যে কাজ করছে বাড়তি উচ্ছ্বাস। একদিকে পাঠকরা যেমন অধীর আগ্রহে নতুন বইয়ের ঘ্রাণ নিতে মুখিয়ে আছেন, তেমনি প্রকাশকরাও চাচ্ছেন যত দ্রুত সম্ভব পাঠকদের হাতে নতুন বই তুলে দিতে। -রহমান শোয়েব, চট্টগ্রাম থেকে
×