ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাংস্কৃতিক সেবীদের মিলনমেলা পাবনা বইমেলায়

প্রকাশিত: ০৬:১৭, ১১ ফেব্রুয়ারি ২০১৭

সাংস্কৃতিক সেবীদের মিলনমেলা পাবনা বইমেলায়

শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যম-িত জেলা পাবনা। ১৯০৮ সালে পাবনা টাউনহল ময়দানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে বঙ্গীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ভোটের মাধ্যমে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে হারিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সভাপতি নির্বাচিত হন। কালের বিবর্তনে জেলায় সাংস্কৃতিক ঐতিহ্য হারিয়ে যেতে থাকে। সামাজিক অবক্ষয়ে যুব সমাজের বড় একটি অংশ ড্রাগ সন্ত্রাসে আসক্ত হয়ে পরে। এ অবস্থা উত্তরণে বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনে কতিপয় রাজনীতি, সমাজ ও সাংস্কৃতিক সেবক ২০০৭ সালে পাবনা টাউন হল ময়দানে প্রথম বইমেলার আয়োজন করেন। একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সুলতান আহমেদ বুড়ো ও সাধারণ সম্পাদক ওয়ার্কার্স পার্টির নেতা জাকির হোসেনের নেতৃত্বে এ বইমেলার উদ্বোধন করেন বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান। এ বইমেলার সমাপনী বক্তব্য রাখেন ভাষা মতিন। এ বছর থেকেই পাবনায় বইমেলা সূচনা হয়ে যা এখন পর্যন্ত চলছে। এ বছর মাসব্যাপী বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে পাবনা টাউনহল ময়দানে শুরু হয়েছে। এ বই মেলার উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর আল নকীব চৌধুরী। প্রতিদিন মেলায় উপচেপড়া বই প্রেমিকদের ভিড়ে মেলায় নতুনমাত্রা যোগ হয়েছে। জেলার একশ’ দশটি সাংস্কৃতিক সংগঠন প্রতিদিন পালাক্রমে গান, কবিতা, নৃত্য ও নাটক পরিবেশন করছে। এ বছর একুশে বইমেলা উদযাপন পরিষদের কর্ণধার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আবদুল মতিন খান জানিয়েছেন, বই মেলার দিনদিন শ্রীবৃদ্ধি হচ্ছে। এবার বই মেলায় ঢাকার ৫টি প্রকাশনা সংস্থাসহ ৩৩টি স্টল অংশগ্রহণ করেছে। গত বছর বইমেলায় ১ কোটি টাকার বই বিক্রি হলেও এ বছর প্রায় ২ কোটি টাকার বই বিক্রি হবে বলে মেলা উদযাপন পরিষদ আশাবাদ ব্যক্ত করেছেন। -কৃষ্ণ ভৌমিক, পাবনা থেকে
×